নিগেল পিয়ারসনকে বরখাস্ত করেছে ওয়াটফোর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৪ এএম, ২১ জুলাই ২০২০
নিগেল পিয়ারসনকে বরখাস্ত করেছে ওয়াটফোর্ড

মৌসুমে দুই ম্যাচ বাকি থাকতে ম্যানেজার নিগেয়ল পিয়ারসনকে বরখাস্ত করেছে ওয়াটফোর্ড। এর আগেই লন্ডনের দৈনিক পত্রিকা ডেইলি মেইল রিপোর্ট করেছিল, পিয়ারসন আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিগের শেষ দুটি ম্যাচের আগেই ওয়াটফোর্ড ছেড়ে চলে যাচ্ছেন।

ক্লাবের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, পিয়ারসনের ক্লাব ছাড়ার বিষয়টি ওয়াটফোর্ড নিশ্চিত করছে। হেইডেন মুলিন্স ও তার সহকারী গ্র্যাহাম স্টাক শেষ দুটি লিগ ম্যাচে অন্তবর্তীকলীণ কোচ হিসেবে হর্নেটসদের দায়িত্ব পালন করবেন।

এবারের মৌসুমে জাভি গার্সিয়া ও কিকে সানচেজ ফ্লোরেসের পর তৃতীয় কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন পিয়ারসন। বর্তমানে বোর্নমাউথের থেকে তিন পয়েন্ট এগিয়ে ১৭তম স্থানে রয়েছে ওয়াটফোর্ড।

গত ডিসেম্বরে লিস্টার সিটির সাবেক এ বস ওয়াটফোর্ডে যোগ দিয়েছিলেন। ওই সময় ক্লাব টেবিলের তলানিতে ছিল। মৌসুমের শেষ পর্যন্ত তার সাথে ওয়াটফোর্ডের চুক্তি ছিল। তার অধীনে ওয়াটফোর্ড প্রিমিয়ার লিগে সাতটি ম্যাচে জয়ী হয়েছে।

এর মধ্যে রয়েছে লিভারপুলের বিপক্ষে জয়ের ম্যাচটি। পিয়ারসনের অধীনে শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামের কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছিল ওয়াটফোর্ড।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বেলজিয়ামে পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে নিউজিল্যান্ড

বেলজিয়ামে পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে নিউজিল্যান্ড

সপ্তম পিচিচি ট্রফি জয়ে মেসির রেকর্ড

সপ্তম পিচিচি ট্রফি জয়ে মেসির রেকর্ড

শেষটা চ্যাম্পিয়নের মতো হলো না রিয়াল মাদ্রিদের

শেষটা চ্যাম্পিয়নের মতো হলো না রিয়াল মাদ্রিদের

মেসির জোড়া গোলে শেষ ম্যাচে বার্সেলোনার গোল উৎসব

মেসির জোড়া গোলে শেষ ম্যাচে বার্সেলোনার গোল উৎসব