বেলজিয়ামে পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৯ এএম, ২১ জুলাই ২০২০
বেলজিয়ামে পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে নিউজিল্যান্ড

চলতি বছরের অক্টোবরে বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ামের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নেবে নিউজিল্যান্ড ফুটবল দল। ম্যাচটিতে বিশ্বের সেরা কিছু খেলোয়াড়ের বিপক্ষে নিউজিল্যান্ড দারুণ এক পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছে।

নিউজিল্যান্ড ফুটবল প্রীতি ম্যাচের তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, ৮ অক্টোবর ব্রাসেলসে এ ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও ম্যাচটি এখনো কিছু বিষয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

কোভিড-১৯’র কারণে মার্চ থেকে আন্তর্জাতিক ফুটবল বন্ধ রয়েছে। তবে উয়েফা নেশন্স লিগের মাধ্যমে সেপ্টেম্বর থেকে আবারও মাঠে গড়াচ্ছে ফুটবল। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটির আগে বেলজিয়াম ১১ অক্টোবর ইংল্যান্ড ও ১৪ অক্টোবর আইসল্যন্ডের বিপক্ষে প্রীতি অ্যাওয়ে ম্যাচে অংশ নেবে।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১২২ নম্বরে থাকা ওশেনিয়া কনফেডারেশনের আওতাধীন নিউজিল্যান্ড দেশের থেকে এতো দূরে কোন প্রীতি ম্যাচে খেলার সুযোগ খুব কমই পায়। ২০১৮ সালের বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করা দলটির বিপক্ষে খেলতে তাই মুখিয়ে আছেন নিউজিল্যান্ডের কোচ ড্যানি হে।

তিনি বলেছেন, ‘বিশ্বের এক নম্বর দলটির বিপক্ষে খেলাটা সত্যিই বিশেষ কিছু। এটা আমাদের সকলের জন্য সত্যিকারের একটি পরীক্ষা। ম্যাচটিতে বিশ্বের সেরা কিছু খেলোয়াড়ের বিপক্ষে নিউজিল্যান্ড দারুণ এক পরীক্ষায় অবতীর্ণ হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সপ্তম পিচিচি ট্রফি জয়ে মেসির রেকর্ড

সপ্তম পিচিচি ট্রফি জয়ে মেসির রেকর্ড

ক্লাব বিহীন শীর্ষ পাঁচ ফুটবলার

ক্লাব বিহীন শীর্ষ পাঁচ ফুটবলার

শেষটা চ্যাম্পিয়নের মতো হলো না রিয়াল মাদ্রিদের

শেষটা চ্যাম্পিয়নের মতো হলো না রিয়াল মাদ্রিদের

চ্যাম্পিয়নস লিগ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সেতিয়েন

চ্যাম্পিয়নস লিগ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সেতিয়েন