সপ্তম পিচিচি ট্রফি জয়ে মেসির রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৪ এএম, ২১ জুলাই ২০২০
সপ্তম পিচিচি ট্রফি জয়ে মেসির রেকর্ড

লা লিগার চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা খুইয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্ট কম (৮২ পয়েন্ট) নিয়ে লিগ শেষ করেছে বার্সেলোনা। তবে দল শিরোপা নিশ্চিত করতে না পারলেও ব্যক্তি নিওনেল মেসি ছিলেন বরাবরের মতোই উজ্জ্বল।

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ধাক্কা খাওয়া এবারের লিগে চোটের জন্য বেশ কিছু ম্যাচে খেলেননি মেসি। তারপরও লা লিগায় করা গোলের সংখ্যায় সবার চেয়ে এগিয়ে রয়েছেন লিওনেল মেসি। যার ফলে আবারও জিতলেন স্প্যানিশ শীর্ষ লিগে শীর্ষ গোলদাতার পুরস্কার- পিচিচি ট্রফি।

এটি মেসির টানা চতুর্থ আসরে পিচিচি ট্রফি জয়ের রেকর্ড। এছাড়া সব মিলিয়ে সপ্তমবারের মতো পিচিচি ট্রফি জয় করে সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড তেলমো সাররাকে ছাড়িয়ে গেলেন তিনি। ১৯৪৫ থেকে ১৯৫৩ সালের মধ্যে ছয়বার পিচিচি ট্রফি জিতে রেকর্ড গড়েছিলেন আথলেতিক বিলবাওয়ের এ কিংবদন্তি। যা এবার ভেঙে দিলেন মেসি।

সদ্য শেষ হওয়া লা লিগায় ৩৩ ম্যাচে মোট ২৫ গোল করেছেন মেসি। সর্বশেষ রোববার (১৯ জুলাই) আলাভেসের বিপক্ষে ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেন এ ফুটবল জাদুকর।

এদিকে ১২ বছর পর লিগে ৩০ এর নিচে গোল করে কেউ পিচিচি ট্রফি জিতলো। ২৫ গোল করে মেসির ট্রফির জয়ের লিগে ২১ গোল করে এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমার। এছাড়া টানা চার মৌসুমে পিচিচি ট্রফি জেতা মেসি তৃতীয় খেলোয়াড়।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনার উচিত স্টেডিয়ামের নাম পরিবর্তন করে লিও মেসি দেওয়া

বার্সেলোনার উচিত স্টেডিয়ামের নাম পরিবর্তন করে লিও মেসি দেওয়া

নতুন মৌসুমে মেসিদের নতুন জার্সি

নতুন মৌসুমে মেসিদের নতুন জার্সি

মেসি-রোনালদো একসঙ্গে, ঝাঁকুনি খাবে ফুটবল বিশ্ব

মেসি-রোনালদো একসঙ্গে, ঝাঁকুনি খাবে ফুটবল বিশ্ব

ফুটবল এবং জীবন, কোনটাই আগের মতো হবে না : মেসি

ফুটবল এবং জীবন, কোনটাই আগের মতো হবে না : মেসি