ম্যানসিটিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৬ পিএম, ১৯ জুলাই ২০২০
ম্যানসিটিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল

পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের জন্য এবারের মৌসুমটা যেন স্বপ্নের মতো। মৌসুমের শুরু থেকেই আলো ছড়িয়েছেন গ্যাবনের এই ফরোয়ার্ড। ওয়েম্বলিতে তারই জোড়া গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফ এ কাপের ফাইনালে উঠলো রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন আর্সেনাল।

ম্যানসিটির বিপক্ষে সব প্রতিযোগিতা মিলে টানা সাত হারের পর নিজেদের খোলস ভেঙে বের হয়েছে গানাররা। তারই ফলশ্রুতিতে শনিবার (১৮ জুলাই) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফ এ কাপের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে মিকেল আর্তেতার দল।

ফাইনালে উঠার দৌড়ে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলতে থাকে দুই দল। ম্যাচের ১৫তম মিনিটে গোলরক্ষক বরাবর শট নিয়ে সুযোগ নষ্ট করলেও ১৮তম মিনিটে দারুণ এক গোল করে আর্সেনালকে এগিয়ে দেন অবামেয়াং। নিকোলাস পেপের ক্রসে বল জালে পাঠান অবামেয়াং।

প্রথমার্ধে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে পারেনি পেপ গার্দিওলার শিষ্যরা। বিরতির পর রহিম স্টার্লিং ও রিয়াদ মাহরেজ সুযোগ পেলেও তা থেকে গোল আদায় করতে পারেননি। উল্টো ৭১তম মিনিটে অবামেয়াংয়ের দ্বিতীয় গোলে স্কোরলাইন ২-০ হয় আর্সেনালের।

এরপর অবশ্য আর ম্যাচে ফেরা হয়নি সিটিজেনদের। ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। আর এদিকে এফএ কাপের রেকর্ড ২১তম বারের মতো ফাইনালে উঠলো রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন আর্সেনাল।

এফ এ কাপের দ্বিতীয় সেমিফাইনালে রোববার (১৯ জুলাই) মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। তাদের মধ্যে জয়ী দলের বিপক্ষে ১ অগাস্ট এই মাঠেই শিরোপা লড়াইয়ে নামবে আর্সেনাল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো সাইফ স্পোর্টিং ক্লাব

ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো সাইফ স্পোর্টিং ক্লাব

লা লিগার নতুন মৌসুমেও দর্শক নিয়ে শঙ্কা

লা লিগার নতুন মৌসুমেও দর্শক নিয়ে শঙ্কা

রিয়ালের দিকে তাকালে চলবে না, আমাদের জিততে হবে : মেসি

রিয়ালের দিকে তাকালে চলবে না, আমাদের জিততে হবে : মেসি

কাতারেও অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের ম্যাচ

কাতারেও অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের ম্যাচ