করোনা পরবর্তী সময়ে দর্শকশূন্য মাঠে ফুটবল ফিরলেও ২০২০-২১ মৌসুম শুরু হলে প্রিমিয়ার লিগে দর্শক ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, চলতি বছরের অক্টোবরে স্টেডিয়ামগুলোতে ইংলিশ সমর্থকদের ফেরানোর লক্ষ্য স্থির করা হয়েছে।
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সব ধরনের ক্রীড়া ইভেন্ট। করোনা পরবর্তী সময়ে পুনরায় ফুটবল মাঠে গড়ালেও সেখানে কোন দর্শকের উপস্থিতি ছিল না। তবে ২০২০-২১ মৌসুম শুরু হলে প্রিমিয়ার লিগে দর্শক ফেরানোর কথা ভাবছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
শুক্রবার (১৭ জুলাই) সাংবাদিকদের সাথে আলাপকালে জনসন বলেছেন, ‘আগামী ১ আগস্ট থেকে কিছু কিছু ক্ষেত্রে জনসমাগমের অনুমতির বিষয়টি নিয়ে বিবেচনা করছি। এর মধ্যে স্টেডিয়ামও রয়েছে। তবে অক্টোবরে পুরোপুরি খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।’
চলতি মৌসুমে বেশিরভাগ দলেরই আর মাত্র দুটি ম্যাচ বাকি রয়েছে। চ্যাম্পিয়নস লিগ শেষ হওয়ার পর ১২ সেপ্টেম্বর থেকে প্রিমিয়ার লিগের ২০২০-২১ মৌসুম শুরু হওয়ার কথা রয়েছে। ২৪ জুলাই এক সভায় তারিখটি চূড়ান্ত করা হবে।
এর আগে বৃস্পতিবার (১৬ জুলাই) ইতালিয়ান ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাডাফোরা সেপ্টেম্বরে স্টেডিয়ামগুলোতে দর্শক প্রবেশের অনুমতির ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। যদিও স্প্যানিশ স্বাস্থ্যমন্ত্রী সান্তিয়াগো ইলা বর্তমান পরিস্থিতির নিরিখে দর্শকদের উপস্থিতি নিয়ে এখনও শঙ্কায় রয়েছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]