রিয়ালের শিরোপা জয়ে খুশি রোহিত শর্মা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৮ এএম, ১৯ জুলাই ২০২০
রিয়ালের শিরোপা জয়ে খুশি রোহিত শর্মা

২০১৯ সালের শেষ দিক থেকে করোনাভাইরাসে কাঁপছে পুরো বিশ্ব। আর চলতি বছরের মার্চ থেকে করোনার সংক্রমন ছড়িয়ে পড়ে ভারতে। এখনো পুরো বিশ্ব জুড়ে করোনার সংক্রমন চলছে।

এর মাঝে ভালো খবর হলো স্প্যানিশ ফুটবল লিগ লা লিগা খেলা চলছে। দর্শকবিহীন মাঠে হলেও লা লিগায় রিয়াল মাদ্রিদের শিরোপা জয়কে এ বছরের ভালো খবর বলে জানিয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রিয়ালের জার্সি পরে রোহিত টুইটও করেছেন। ৩৩ বছর বয়সী রোহিত লিখেন, ‘আরও একটা ট্রফি এলো। এ কঠিন সময়ে রিয়াল মাদ্রিদ সত্যিই দল হিসেবে খেলেছে। সাফল্য পেয়েছে। অভিনন্দন তাদের। অবশেষে এ বছরে ভালো কিছু খবর এলো। ভালো খবরের তো এ বছর মারাত্মক অভাব।’

স্প্যানিশ শীর্ষ ফুটবল লিগ লা লিগার শুভেচ্ছা দূতও ভারতীয় ক্রিকেট তারকা রোহিত শর্মা। স্প্যানিশ ফুটবল ইতিহাসে তিনি প্রথম, যে কোন ফুটবলা লিগ ক্রিকেটার শুভেচ্ছা দূত হয়েছেন। ২০১৭ সালের পর ভারতের মাটিতে রোহিতের সঙ্গে চুক্তি করা লা-লিগার একটি বড় ঘটনাও।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে নিজেদের মাঠে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে ৩৪তম বারের মতো লা-লিগার শিরোপা জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিন্দ্বন্দি বার্সেলোনার সাথে তাদের পয়েন্টের ব্যবধান এখন ৭। যেখানে শুধুমাত্র লিগের শেষ রাউন্ডের খেলা বাকি রয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল, চ্যাম্পিয়ন জিদান

লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল, চ্যাম্পিয়ন জিদান

ক্রিকেট একাডেমি খুলছেন রোহিত শর্মাও

ক্রিকেট একাডেমি খুলছেন রোহিত শর্মাও

টানা দুই ম্যাচে পিএসজির গোল বন্যা

টানা দুই ম্যাচে পিএসজির গোল বন্যা

একমাত্র বাংলাদেশেই ভারত কখনো সমর্থন পায় না : রোহিত

একমাত্র বাংলাদেশেই ভারত কখনো সমর্থন পায় না : রোহিত