টানা দুই ম্যাচে পিএসজির গোল বন্যা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৭ এএম, ১৯ জুলাই ২০২০
টানা দুই ম্যাচে পিএসজির গোল বন্যা

করোনা পরবর্তী সময়ে মাঠে ফিরে টানা দুই ম্যাচে গোল উৎসব করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রথম ম্যাচে লে হাভরকে ৯-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ওয়াসল্যান্ড বেভারেনকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে নেইমার-এমবাপেরা।

আগের ম্যাচে লে হাভরকে যেভাবে চেপে ধরেছিল ঠিক একইভাবে শুরু থেকেই ওয়াসল্যান্ড বেভারনকে চেপে ধরে নেইমার-এমবাপেরা। তাতে ফল পেতেও দেরি হয়নি। ম্যাচের ২১তম মিনিটে ভুকুটিকের গোলে এগিয়ে যায় পিএসজি। ভুকুটিকের ৭ মিনিট পর দলের ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

বিরতিতে যাওয়ার আগে ব্যবধান তিনগুন করেন মাউরো ইকার্দি। প্রথমার্ধের যোগ করা সময়ে নেইমারের পাসে দলকে গোল এনে দেন ইকার্দি। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাসি চ্যাম্পিয়নরা।

বিরতি থেকে ফিরে আরও ধারালো পিএসজি। ৬০তম মিনিটে দলের চতুর্থ ও নিজের প্রথম গোল করেন এমবাপে। এমবাপের পর ৬৫তম ও ৬৬তম মিনিটে জোড়া গোল করেন কুপো মটিং। শেষ দিকে ম্যাচের যোগ করা সময়ে এমবি সো এর গোলে ৭-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এদিকে করোনার ভাইরাসের কারণে মার্চের মাঝামাঝিতে স্থগিত হয়ে যায় ফরাসি লিগ ওয়ান। করোনার জেরে আর শুরু করতে না পারায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করে লিগ কর্তৃপক্ষ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ঈদের পর ঢাকার বাইরে জামাল ভূঁইয়াদের কন্ডিশনিং ক্যাম্প

ঈদের পর ঢাকার বাইরে জামাল ভূঁইয়াদের কন্ডিশনিং ক্যাম্প

কাতার ফুটবল বিশ্বকাপের সূচি প্রকাশ, একদিনে চার ম্যাচ

কাতার ফুটবল বিশ্বকাপের সূচি প্রকাশ, একদিনে চার ম্যাচ

নতুন মৌসুমেও টিকে গেল ফুটবলার বদলির অস্থায়ী নিয়ম

নতুন মৌসুমেও টিকে গেল ফুটবলার বদলির অস্থায়ী নিয়ম

শিরোপা জয়ের উদযাপনে রিয়াল মাদ্রিদের মানা

শিরোপা জয়ের উদযাপনে রিয়াল মাদ্রিদের মানা