লা লিগার নতুন মৌসুমেও দর্শক নিয়ে শঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৪ এএম, ১৮ জুলাই ২০২০
লা লিগার নতুন মৌসুমেও দর্শক নিয়ে শঙ্কা

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার চলতি মৌসুমের শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। প্রাণঘাতি ভাইরাসের কারণে করোনা পরবর্তী ম্যাচগুলো গ্যালারি ছিল দর্শকশূন্য। এদিকে চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া নতুন মৌসুমেও ফুটবল মাঠে দর্শকের উপস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্পেনের স্বাস্থ্যমন্ত্রী সান্তিয়াগো ইলা।

প্রাণঘাতি করোনার কারণে নতুন মৌসুমে সরকারের ক্রীড়া মন্ত্রাণলয় লা লিগা সীমিত পরিসরে দর্শকদের মাঠে ফেরানোর আশাবাদ ব্যক্ত করেছেন। তবে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া সেই সিদ্ধান্ত নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী সান্তিয়াগো ইলা বলেন, ‘সত্যি কথা বলতে কী, আমি কোন আশাই (দর্শক ফেরানোর) দেখি না। যে বাস্তবতায় আমরা রয়েছি তাতে কোন কিছুই স্বাভাবিক না। দীর্ঘ কয়েক মাস যাবত আমরা করোনা সংক্রমণের বিষয়টি দেখে আসছি। সৌভাগ্যবশত আমরা নিয়ন্ত্রণও করতে পেরেছি। কিন্তু তারপরেও দর্শকদের মাঠে উপস্থিতির কোন আশা দেখছি না।’

তিন মাস বন্ধ থাকার পর করোনা সঙ্কট কাটিয়ে ১১ জুন থেকে দর্শকবিহীন মাঠে পুনরায় শুরু হয় লা লিগার ম্যাচ। চলতি মৌসুম শেষ হওয়ার পর ১২ সেপ্টেম্বর থেকে ২০২০-২১ নতুন ফুটবল মৌসুম শুরুর কথা রয়েছে।

ইলা বলেন, ‘এখনো আমাদের হাতে কিছু সময় বাকি আছে। এ সময়ের মধ্যে আমরা পুরো পরিস্থিতির নিরিখে সব তথ্য ক্রীড়া বিভাগের কাছে দেব, যাতে করে তাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। ভাইরাস সম্পর্কে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’

স্পেনের সর্বশেষ তথ্যানুযায়ী ৩ লাখ ৫ হাজার ৯৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৮ হাজার ৪১৬ জন মারা গেছেন। তবে এখন নতুন রোগী শনাক্তের তথ্য প্রায় শূন্য।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল, চ্যাম্পিয়ন জিদান

লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল, চ্যাম্পিয়ন জিদান

রিয়ালের দিকে তাকালে চলবে না, আমাদের জিততে হবে : মেসি

রিয়ালের দিকে তাকালে চলবে না, আমাদের জিততে হবে : মেসি

রিয়ালের শিরোপা জয়ের রাতে বার্সেলোনার পরাজয়

রিয়ালের শিরোপা জয়ের রাতে বার্সেলোনার পরাজয়

শিরোপা জয়ের উদযাপনে রিয়াল মাদ্রিদের মানা

শিরোপা জয়ের উদযাপনে রিয়াল মাদ্রিদের মানা