রিয়ালের দিকে তাকালে চলবে না, আমাদের জিততে হবে : মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৩ এএম, ১৮ জুলাই ২০২০
রিয়ালের দিকে তাকালে চলবে না, আমাদের জিততে হবে : মেসি

ফাইল ছবি

লা লিগায় নিজেদের ৩৭তম ম্যাচে ঘরের মাঠে ১০ জনের দল ওসাসুনার কাছে হেরেছে বার্সেলোনা। আর ওই দিকে বার্সেলোনার হারের রাতে ভিয়ারিয়েলকে হারিয়ে লা লিগা শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। দলের বাজে পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন দলের আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।

ম্যাচ শেষ মেসি হতাশা প্রকাশ করে জানিয়েছেন, এভাবে খেলতে থাকলে চ্যাম্পিয়নস লিগ জেতা খুব কঠিন। এমনকি নাপোলির বিরুদ্ধেও হেরে যাব আমরা। আর রিয়ালের দিকে তাকালে চলবে না, আমাদের সবকিছুই জিততে হবে।

মেসি বলেন, ‘দলের হাবভাব হলো এমন যেন চেষ্টা করেও জেতা যায়নি। তবে অনেক ক্ষেত্রে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। আর প্রথমার্ধে ওরা আমাদের চেয়ে ভাল খেলেছে। অনেক দিন আগেই বলেছিলাম যে, এভাবে খেলতে থাকলে চ্যাম্পিয়নস লিগ জেতা খুব কঠিন। এমনকি নাপোলির বিরুদ্ধেও হেরে যাব আমরা।’

ওসাসুনার সাথে হারের পর চাপ বাড়ছে বার্সেলোনার কোচ কিকে সেতিয়েনের উপর। জানুয়ারিতে যখন তিনি দায়িত্ব নিয়েছিলেন, তখন বার্সা লিগ তালিকায় শীর্ষে ছিল। ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ অবশ্য জানিয়ে দিয়েছেন যে, পরের মাসে চ্যাম্পিয়নস লিগে খেলার সময়ও সেতিয়েনই থাকছেন কোচ।

শেষ ১৬’র ওই ম্যাচে ঘরের মাঠে নাপোলির বিরুদ্ধে খেলবে বার্সেলোনা। যেখানে প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। মেসি মনে করছেন, এভাবে খেলতে থাকলে নাপোলির বিরুদ্ধেও আমরা হারবো।

তিনি বলেন, ‘এভাবে আমরা মৌসুম শেষ করতে চাইনি। তবে আমরা আগাগোড়া এমনই আগোছালো খেলেছি। খুব দুর্বল, তাগিদহীন খেলা দেখিয়েছি আমরা। অনেক পয়েন্ট নষ্ট করেছি আমরা। এই হারে সেগুলোই প্রতিফলিত হয়েছে। আমাদের নিজেদেরকেই সমালোচনার দৃষ্টিতে দেখতে হবে।’

তিনি আরও বলেন, আমরা বার্সেলোনা। আমাদের সবকিছুই জিততে হবে। রিয়াল মাদ্রিদের দিকে তাকালে চলবে না। ওরা নিজেদের কাজটা করেছে, আর আমরাও ওদের অনেক সাহায্য করেছি। এবার সামনে চ্যাম্পিয়নস লিগ। যা জিততে হলে আমাদের অনেক বদলাতে হবে। যদি এ ভাবেই খেলতে থাকি, তবে নাপোলির বিরুদ্ধেও হারতে হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে রোনালদো শূন্য

ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে রোনালদো শূন্য

কাতার ফুটবল বিশ্বকাপের সূচি প্রকাশ, একদিনে চার ম্যাচ

কাতার ফুটবল বিশ্বকাপের সূচি প্রকাশ, একদিনে চার ম্যাচ

নতুন মৌসুমেও টিকে গেল ফুটবলার বদলির অস্থায়ী নিয়ম

নতুন মৌসুমেও টিকে গেল ফুটবলার বদলির অস্থায়ী নিয়ম

শিরোপা জয়ের উদযাপনে রিয়াল মাদ্রিদের মানা

শিরোপা জয়ের উদযাপনে রিয়াল মাদ্রিদের মানা