আধিপত্য বিস্তার করে জয়ে ফিরলো ম্যানইউ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৭ এএম, ১৮ জুলাই ২০২০
আধিপত্য বিস্তার করে জয়ে ফিরলো ম্যানইউ

সাউথ্যাম্পটনের সাথে পয়েন্ট হারানোর পর ক্রিস্টাল প্যালেসের সাথে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। মার্কাস র‍্যাশফোর্ড ও অতনি মার্সিয়ালের গোলে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে জয়ে ফিরলো উলে গুনার সুলশারের শিষ্যরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরলেও আগস্টে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছিল ম্যানইউ। ক্রিস্টাল প্যালেসকে হারানোর পর সব প্রতিযোগিতা মিলে টানা ১৯ ম্যাচ অপরাজিত রইলো ম্যানইউ।

প্রতিপক্ষের মাঠে বল দখলে এগিয়ে থাকলেও গোল করতে পারছিল না উলে গুনার শিষ্যরা। প্রথমার্ধে শুরু থেকেই ক্রিস্টাল প্যালেসের ডি- বক্সে গিয়ে হোঁচট খেতে থাকে তারা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে দলকে এগিয়ে নেন মার্কাস র‍্যাশফোর্ড। ব্রুনো ফের্নান্দেসের বাড়ানো বলে জাল খুঁজে নেন তিনি।

বিরতি থেকে ফিরে ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল পাঠায় ক্রিস্টাল প্যালেস। তবে ভিএআরের সাহায্যে অফসাইড ধরা পড়লে গোল বাতিল হয়। তাতে করে আর ম্যাচে ফেরা হয়নি স্বাগতিকদের। উল্টো ৭৮তম মিনিটে মার্সিয়ালের গোলে ব্যবধান ২-০ করে ম্যানইউ।

৩৬ ম্যাচে ১৭ জয় ও ১১ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানইউ। ৬২ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় চার নম্বরে লেস্টার সিটি । ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। আর আগেই শিরোপা জেতা লিভারপুলের পয়েন্ট ৯৩।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন মৌসুমেও টিকে গেল ফুটবলার বদলির অস্থায়ী নিয়ম

নতুন মৌসুমেও টিকে গেল ফুটবলার বদলির অস্থায়ী নিয়ম

সমালোচকদের ঘায়েল করলেন বিপদমুক্ত গার্দিওলা

সমালোচকদের ঘায়েল করলেন বিপদমুক্ত গার্দিওলা

শিরোপা জয়ের উদযাপনে রিয়াল মাদ্রিদের মানা

শিরোপা জয়ের উদযাপনে রিয়াল মাদ্রিদের মানা

এক নজরে ইউরোপীয়ান গোল্ডেন বুটের র‌্যাঙ্কিং

এক নজরে ইউরোপীয়ান গোল্ডেন বুটের র‌্যাঙ্কিং