ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে শেষ মুহূর্তের গোলে হোঁচট খেল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে বাজে সময় কাটানোর পর ঘরের মাঠে ওসাসুনার কাছে ২-১ গোলে হারলো কিকে সেতিয়েনের শিষ্যরা। ওসাসুনার হয়ে গোল দুটি করেন আরনাইস ও টরেস। আর বার্সেলোনার হয়ে গোল করেন মেসি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ঘরের মাঠে ওসাসুনাকে আতিথেয়তা দেয় বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে খেলতে এসে স্বাগতিকদের চেপে ধরে ওসাসুনা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সফরকারীরা। তাতে ম্যাচের ১৬তম মিনিটে এস্তুপিনানের ক্রসে বল জালে জড়ান হোসে আরনাইস।
২২তম মিনিটে অল্পের জন্য ফ্রি কিক থেকে গোল পাননি মেসি। ৩২তম মিনিটেও লক্ষ্যভ্রষ্ট হয় আরেকটি ফ্রি কিক। বারবার আক্রমণ করেও গোল আদায় করে নিতে পারেনি বার্সেলোনা। বিরতির পর ৪৭তম মিনিটে ব্র্যাথওয়েট করলেও তা অফসাইডের কল্যাণে বাতিল হয়।
এরপর অবশ্য ৬২তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে দলকে সমতায় ফেরান মেসি। এরপর অবশ্য আক্রমণ আরও বাড়ে বার্সেলোনার। ৬৮তম মিনিটে মেসির অ্যাসিস্টে সুয়ারেজ গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রবার্তো টরেসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ওসাসুনা।
এ হারে ৩৭ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৯। আর এদিকে দিনের অন্য ম্যাচে ভিয়ারিয়ালকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। ৩৭ ম্যাচে তাদের পয়েন্ট ৮৬।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]