ঈদের পর ঢাকার বাইরে জামাল ভূঁইয়াদের কন্ডিশনিং ক্যাম্প

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২২ এএম, ১৭ জুলাই ২০২০
ঈদের পর ঢাকার বাইরে জামাল ভূঁইয়াদের কন্ডিশনিং ক্যাম্প

ফাইল ফটো

২০২২ বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ দলের তিনটি হোম ম্যাচকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই অনুযায়ী ঈদের পর ৭ আগস্ট (শুক্রবার) থেকে ঢাকার বাইরে গাজীপুরের সাহারা রিসোর্টে শুরু হবে জাতীয় ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ কমিটির এক ভার্চুয়াল বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘জাতীয় ফুটবল দলের ক্যাম্প গাজীপুরের সাহারা রিসোর্টে শুরু হবে। ৭ থেকে ৯ আগস্টের মধ্যে রিপোর্টিং করতে হবে খেলোয়াড়দের। ক্যাম্প শুরুর আগে ৩ থেকে ৫ আগস্টের মধ্যে প্রত্যেক খেলোয়াড়দের নিজ নিজ এলাকা থেকে করোনাভাইরাসের পরীক্ষা করাতে হবে।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষার ফলাফল নিয়ে ক্যাম্পে আসবেন তারা। ৭ আগস্ট থেকে শুরু হবে খেলোয়াড়দের কন্ডিশনিং ক্যাম্প। মোট ৩০ জনের দল নিয়ে এ অনুশীলন চলবে ২১ আগস্ট পর্যন্ত। কেউ পরীক্ষায় করোনা পজিটিভ হলে তাকে অনুশীলন করতে হবে না। তবে সবার পুনরায় পরীক্ষার ব্যবস্থা করবে বাফুফে।’

নাবিল বলেন, ‘এ জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে রাখবে ফেডারেশন। ফিফা ও এএফসির যে নির্দেশনা রয়েছে তা অনুসরণ করে পরীক্ষা করানো হবে। অনুশীলনে ৪-৫ জনের বেশি গ্রুপ থাকবে না।
ক্যাম্পে অনুশীলনের সময় কেউ করোনায় সংক্রমিত হলে তাকে আলাদা করে রাখা হবে।’

ইংল্যান্ড থেকে এর মধ্যে প্রধান কোচ জেমি ডে ঢাকা চলে আসবেন বলেও জানান তিনি। নাবিল বলেন, ‘১৪ দিনের প্রাথমিক ক্যাম্পের সফল সমাপ্তির পর ফুটবলারদের ছয় সপ্তাহের পূর্ণাঙ্গ প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রধান কোচের অধীনে ২১ আগস্ট থেকে শুরু হবে এ প্রশিক্ষণ। ইংল্যান্ডে অবস্থানরত জেমি ডে দেশে ফেরার পর দায়িত্ব গ্রহণের আগে তাকেও কোয়ারেন্টাইন পিরিয়ড কাটাতে হবে।’

ভার্চুয়াল বৈঠকে বাছাইপর্বের ম্যাচে খেলার আগে জাতীয় দলের অনুশীলন ম্যাচ আয়োজন নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান নাবিল। পরিস্থিতির উন্নতি হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ করেন বাফুফে কর্মকর্তা।

জাতীয় দল কমিটির এ বৈঠকে অংশ নেন কমিটির ডেপুটি চেয়ারম্যান তাবিথ আউয়াল, বাফুফে সদস্য আমিরুল ইসলাম বাবু, সত্যাজিত দাস রুপু, আনোয়ারুল হক হেলাল, ইমতিয়াজ হামিদ সবুজ এবং বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

স্থগিতের তালিকায় এবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ

স্থগিতের তালিকায় এবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ

এএফসির তৃণমূল ফুটবলে বাফুফের শুভেচ্ছাদূত জামাল-সাবিনা

এএফসির তৃণমূল ফুটবলে বাফুফের শুভেচ্ছাদূত জামাল-সাবিনা

ফুটবলারদের দিতে হবে করোনা টেস্ট, থাকতে হবে কোয়ারেন্টিনে

ফুটবলারদের দিতে হবে করোনা টেস্ট, থাকতে হবে কোয়ারেন্টিনে

জেমি ডে’র সাথে চুক্তি নবায়ন করলো বাফুফে

জেমি ডে’র সাথে চুক্তি নবায়ন করলো বাফুফে