নতুন মৌসুমেও টিকে গেল ফুটবলার বদলির অস্থায়ী নিয়ম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০০ এএম, ১৬ জুলাই ২০২০
নতুন মৌসুমেও টিকে গেল ফুটবলার বদলির অস্থায়ী নিয়ম

করোনা পরবর্তী দলের সুবিধার্থে প্রতি ম্যাচে পাঁচবার খেলোয়াড় বদলির অস্থায়ী নিয়ম চূড়ান্ত করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবার সেই নিয়ম আগামী মৌসুমের জন্যও অনুমোদন দিল আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।

বুধবার (১৫ জুলাই) আইএফএবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) একটি বৈঠক অনুষ্ঠিত হয। বৈঠক শেষে ফুটবলের আইনজীবীরা এ ঘোষণা দিয়েছেন।

সভা শেষে জানানো হয়, ২০২১ সালের ৩১ জুলাইয়ের মাঝে শেষ হবে এমন টুর্নামেন্টের জন্যও এ নিয়ম প্রযোজ্য হবে।আন্তজার্তিক টুর্নামেন্টের জন্য ২০২১ সালের আগস্ট পর্যন্ত ৫ বদলির নিয়ম কার্যক্রম হবে।

তবে এ আইন কোনো লিগ বা টুর্নামেন্ট প্রয়োগ করবে কি-না সেই বিষয়ে সংশ্লিষ্টদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে। এছাড়া আইএফএবি নতুন নিয়ম ২০২১ সালের ইউরো ও কোপা আমেরিকা টুর্নামেন্টেও চালু থাকবে।

খেলোয়াড়দের ধকলের কথা মাথায় রেখেই এ নিয়ম চালু করা হয়েছে। করোনা পরবর্তী মে মাসে ফিফার সবুজ সংকেতের পর ফুটবলে নতুন এ নিয়ম চালুর সিদ্ধান্ত জানায় আইএফএবি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়ান কাপ ফুটবল আয়োজনে আগ্রহী পাঁচ দেশ

এশিয়ান কাপ ফুটবল আয়োজনে আগ্রহী পাঁচ দেশ

ট্রান্সফার উইন্ডো খোলার অনুমতি দিল ফিফা

ট্রান্সফার উইন্ডো খোলার অনুমতি দিল ফিফা

কাতার বিশ্বকাপের তৃতীয় স্টেডিয়াম প্রস্তুত

কাতার বিশ্বকাপের তৃতীয় স্টেডিয়াম প্রস্তুত

খেলোয়াড় বদলে নতুন নিয়ম আনলো ফিফা

খেলোয়াড় বদলে নতুন নিয়ম আনলো ফিফা