সমালোচকদের ঘায়েল করলেন বিপদমুক্ত গার্দিওলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৭ এএম, ১৬ জুলাই ২০২০
সমালোচকদের ঘায়েল করলেন বিপদমুক্ত গার্দিওলা

ফাইল ফটো

ইউরোপীয় নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া পর ম্যানচেস্টার সিটির কাছে সংশ্লিষ্টদের ক্ষমা চাইতে বললেন দলটির স্প্যাশি কোচ পেপ গার্দিওলা। এছাড়া প্রতিপক্ষ কোচ হোসে মরিনহো ও জার্গেন ক্লপ কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) রুলিংয়ের সমালোচনা করেছেন তিনি।

সোমবার সিটির বিরুদ্ধে উয়েফার জারি করা দুই বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ ক্রীড়া আদালত সিএএস। চলতি বছরের শুরুতে ইউরোপীয় ফুটবলের পরিচালনা সংস্থা উয়েফা ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে আর্থিক স্বচ্ছতা লংঘনের অভিযোগ তুলে সিটির ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

গার্দিওলা মনে করেন, এ রায়ের মাধ্যমে ক্লাবটি যে নিরপরাধ তার প্রমাণ দিয়েছে এবং আভিজাত হিসেবে নিজেদের মর্যাদা সমন্নুত রেখেছে।

                                দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল ম্যানচেস্টার সিটি

ম্যাচ পূর্ব এক সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘আদালতের এ রায়ে আমি দারুণ খুশি। এর মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে ক্লাবটিকে ঘিরে সবাই যা বলাবলি করছিল, তা সঠিক নয়। এ জন্য সবার উচিত ক্লাবটির কাছে ক্ষমা প্রার্থনা করা। আমরা যদি অন্যায় কিছু করতাম তাহলে অবশ্যই উয়েফা বা সিএএসের সিদ্ধান্ত মাথা পেতে নিতাম।’

তিনি আরও বলেন, ‘প্রতিপক্ষ ক্লাবগুলো গুজবের রশদ যুগিয়েছে। আমরা আশা করিনি লিভারপুল, টটেনহ্যাম, আর্সেনাল, চেলসি, উলভস বা অন্য ক্লাবগুলো আমাদের বিরোধিতা করবে। তবে নিজেদের পক্ষে বলার অধিকার আমাদের রয়েছে। বিশেষ করে যখন তিনজন স্বাধীন বিচারক বলেন যে, আমরা সঠিক পথে আছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

৫ অক্টোবর বন্ধ ইউরোপের ট্রান্সফার উইন্ডো

৫ অক্টোবর বন্ধ ইউরোপের ট্রান্সফার উইন্ডো

নিষেধাজ্ঞা মুক্ত হলো ম্যানচেস্টার সিটি

নিষেধাজ্ঞা মুক্ত হলো ম্যানচেস্টার সিটি

আগে খেলোয়াড় হিসেবে, এখন কোচ হিসেবে শ্রদ্ধা করি : জিদান

আগে খেলোয়াড় হিসেবে, এখন কোচ হিসেবে শ্রদ্ধা করি : জিদান

চ্যাম্পিয়নস লিগ শেষ করার সময় বেধে দিল উয়েফা

চ্যাম্পিয়নস লিগ শেষ করার সময় বেধে দিল উয়েফা