২০২০-২১ মৌসুমের জন্য নতুন ডিজাইনের জার্সি প্রকাশ করেছে বার্সেলোনা। ঘরের মাঠে আগামী মৌসুমে নতুন জার্সি পরেই মাঠে নামবেন মেসি-সুয়ারেজরা। নাইকির বানানোর নতুন জার্সি গায়ে মেসি-সুয়ারেজরা ফটোসেশনও করেছেন।
নতুন জার্সিতে ১৯২০ সালের ডিজাইন ফিরিয়ে আনা হয়েছে। বর্তমান জার্সিতে নীল-মেরুন দাগ মুছে দেওয়া হয়েছে। নীল-মেরুনের জায়গায় নতুন জার্সিতে দেওযা হয়েছে একই রঙের চেক ডিজাইন। এছাড়া হলুদ রঙের কলার থাকছে বৃত্তাকার। আর বুকের মাঝে প্রস্তুতকারক নাইকি, প্রধান পৃষ্ঠপোষক রাকুতেন ও নিজেদের লোগো তো থাকছেই।
মঙ্গলবার (১৪ জুলাই) বার্সেলোনা তাদের ওয়েবসাইটে নতুন জার্সি এবং জার্সি পরিহিত মেসি-সুয়ারেজদের ফটোশেসনের ছবি প্রকাশ করা হয়েছে।
নতুন জার্সি পরে ফটোশেসন করেছেন লিওনেল মেসি, ফ্রেঙ্কি ডি ইয়ং, সার্জি রবার্তো, সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে, আতোয়াঁন গ্রিজমানসহ আরও অনেকে। নিজেদের ওয়েবসাইট ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে এসব ছবি প্রকাশ করেছে বার্সা।
২০১০-১১ মৌসুমে ঘরের মাঠে অনেকটা এ রকম জার্সি পরে খেলেছে বার্সেলোনা। সেবার ট্রেবল জিতেছিলেন মেসিরা। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও সুপারকোপার শিরোপা ঘরে তুলেছিল বার্সেলোনা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]