ডিফেন্ডার ডেজান লোভরেনের সাথে ২০২২ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি নবায়ন করার পরিকল্পনা করছে লিভারপুল। ২০১৪ সালের জুলাইয়ে ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন ৩১ বছর বয়সী লোভরেন।
চলতি মৌসুমের গ্রীষ্মকালীণ ট্রান্সফার উইন্ডোর শেষ পর্যন্ত যদি এ ক্রোয়েশিয়ান ডিফেন্ডার অ্যানফিল্ডে থাকেন তবেই রেডসরা তার সাথে চুক্তি বাড়ানোর বিষয়টি সামনে নিয়ে আসবে। লোভরেনের বিষয়ে ইতোমধ্যেই রাশিয়ান জায়ান্ট জেনিথ সেন্ট পিটার্সবার্গ আগ্রহ প্রকাশ করেছে। তবে তারা এখনো এ বিষয়ে লিভারপুলের সাথে যোগাযোগ করেনি।
বয়স ৩১ বছর হলেও এবারের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে দারুণভাবে সহযোগিতা করেছেন লোভরেন। সব মিলিয়ে এখন পর্যন্ত লিভারপুলের হয়ে ১৩১টি লিগ ম্যাচ খেলে ৫টি গোল করেছেন। ২০১৯ সালে রেডসদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিতেছেন তিনি।
জেনিথসহ আরও কিছু ক্লাব ধরে নিয়েছে লিভারপুলের সাথে ডেজান লোভরেনের বর্তমান চুক্তি ২০২১ সালে শেষ হয়ে যাচ্ছে। তবে তার সাথে আরও এক বছর চুক্তি বাড়ানোর শর্ত রয়েছে লিভারপুলের। যে কারণে দল বদলের বাজারে তাকে নিতে হলে অন্য কোন ক্লাবকে চড়া মূল্য গুণতে হবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]