শিরোপা জয়ে রিয়ালকে থামানোর সাধ্য কার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৪ এএম, ১৫ জুলাই ২০২০
শিরোপা জয়ে রিয়ালকে থামানোর সাধ্য কার

ছবি : রিয়াল মাদ্রিদ

করোনা পরবর্তী লা লিগায় অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ। পুনরায় লিগ শুরু হওয়ার পর নিজেদের ৯ ম্যাচের সবক’টিতেই জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। সর্বশেষ গ্রানাডার বিপক্ষে ২-১ গোলের জয়ে ৩৪তম লিগ শিরোপা থেকে মাত্র ২ পয়েন্ট দূরে রয়েছে রিয়াল।

গ্রানাডার ঘরের মাঠে জয় তুলে নেওয়ায় রিয়াল মাদ্রিদের পয়েন্ট এখন ৮৩। যেখানে সমান সংখ্যক ম্যাচ খেলা বার্সেলোনার পয়েন্ট ৭৯। দুই ম্যাচ করে বাকি থাকা দুই দলের মধ্যে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে বার্সেলোনা বাকি দুই ম্যাচে জয় ফেলেও রিয়াল একটি জয়েই শিরোপা নিশ্চিত করতে পারবে।

সোমবার (১৩ জুলাই) দিনগত রাতে গ্রানাডার বিপক্ষে রিয়ালের জয়ের নায়ক ফেরন্যান্ড মেন্দি ও করিম বেনজেমা। ম্যাচের ১০ এবং ১৬তম মিনিটে তারা গোল করে দলকে এগিয়ে দেন। ম্যাচের ৫০তম মিনিটে ডারউইন ম্যাচিস ১ গোল পরিশোধ করলে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়ে যায় রিয়াল।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই গোলের জন্য মরিয়া ওঠে রিয়াল মাদ্রিদ। আক্রমণাত্মক ভঙ্গিতে খেলায় ম্যাচের ১০ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় রিয়াল। কাসেমিরোর বাড়িয়ে দেওয়া বলে প্রথম গোলটি করেন মেন্দি।

১-০ ব্যবধানে এগিয়ে গিয়ে থেকে যায়নি রিয়াল। বরং আক্রমণ বাড়িয়ে মাত্র ৬ মিনিট পরেই ম্যাচের ১৬তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় তারা। মিডফিল্ডার লুকা মদ্রিচের দারুণ এক পাস থেকে বাঁকানো শটে বল গ্রানাডার জালে জাড়ান ফরাসি স্ট্রাইকার বেনজেমা।
sportsmail24
২-০ ব্যবধানে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫ মিনিটের মধ্যেই গোলের ব্যবধান কমায় গ্রানাডা।স্বাগতিক দলের স্ট্রাইকার ডারউইন ম্যাচিস গোলটি করেন। ব্যবধান কমানোর পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে গ্রানাদা। তবে নির্ধারিত সময়ে সেটি আর সম্ভব হয়নি। অন্যদিকে রিয়াল মাদ্রিদও আর কোন গোলের দেখা পায়নি। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এ জয়ে লা লিগায় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে চলে গেল রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ হাতে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেছে রিয়াল। শিরোপা নিশ্চিত করতে শেষ দুই ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট পেলেই লিগ চ্যাম্পিয়ন হবে তারা। অন্যদিকে নিজেদের বাকি দুই ম্যাচে জয় পেলেও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় শিরোপা হাতছাড়া হবে বার্সেলোনার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ভিয়ারিয়ালার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে জয় পেলেই এক ম্যাচ বাকি থাকতেই লা লিগার ৩৪ আসরে শিরোপা জেতার স্বাদ পাবেন রামোস-বেনজেমারা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির বিশ্রাম প্রয়োজন, তবে সম্ভব নয়

মেসির বিশ্রাম প্রয়োজন, তবে সম্ভব নয়

শিরোপা জিতলেও বোনাস পাবে না রিয়ালের ফুটবলাররা

শিরোপা জিতলেও বোনাস পাবে না রিয়ালের ফুটবলাররা

১৮ বছর খেলেছেন, ২০ বছর কোচ থাকবেন না জিদান

১৮ বছর খেলেছেন, ২০ বছর কোচ থাকবেন না জিদান

চ্যাম্পিয়নস লিগ জিততে বার্সেলোনা-রিয়ালের সামনে কঠিন পথ

চ্যাম্পিয়নস লিগ জিততে বার্সেলোনা-রিয়ালের সামনে কঠিন পথ