ইতোমধ্যেই শেষ হয়েছে বুন্দেলিগার ২০১৯-২০ মৌসুম। এবার ১৮ সেপ্টেম্বর থেকে শুরু যাচ্ছে বুন্দেসলিগার ২০২০-২১ মৌসুম। তার আগে ১১ সেপ্টেম্বর জার্মান কাপ ম্যাচ অনুষ্ঠিত হবে। করোনার কারণে মৌসুম পিছিয়ে যাওয়া শীতকালীন বিরতি কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জার্মান লিগ কর্তৃপক্ষ।
শুক্রবার (১০ জুলাই) ঘরোয়া মৌসুমের ক্যালেন্ডার প্রকাশ করে জার্মান সকার ফেডারেশন। প্রায় একমাস পিছিয়ে নতুন মৌসুম শুরু করতে হচ্ছে। চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের কারণেই জার্মনিকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
আগামী বছর বুন্দেসলিগা শেষ হবে ২২ মে। এরপর ১১ জুন থেকে শুরু হবে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ। করোনার কারণে যা এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। আর জার্মান মৌসুমের শুরুর টুর্নামেন্ট সুপার কাপ অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর।
জুন মাসে বায়ার্ন মিউনিখ টানা অষ্টমবারের মত লিগ শিরোপা ঘরে তুলেছে। পোল্যান্ডের ফুটবলার রবার্ট লেভানডোভস্কির জোড়া গোলে বায়ার লেভারকুজেনকে হারিয়ে জার্মান কাপে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। ৪-২ গোলের ম্যাচে বায়ার্নের হয়ে বাকি দুটি গোল করেছেন ডেভিড আলাবা ও সের্গি জিনাব্রি।
মে মাসে করোনা সঙ্কট কাটিয়ে প্রথম ইউরোপীয়ান লিগ হিসেবে বুন্দেসলিগা শুরু হয়েছিল। প্রতিটি ম্যাচই হয়েছে দর্শকশুন্য স্টেডিয়ামে। এরপর অবশ্য লা লিগা ও সিরি-এ লিগ শুরু হয় । আর এদিকে আগস্টে শুরু হবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]