রোনালদোর জোড়া পেনাল্টিতে জুভেন্টাসের রক্ষা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৮ এএম, ১৩ জুলাই ২০২০
রোনালদোর জোড়া পেনাল্টিতে জুভেন্টাসের রক্ষা

আগের ম্যাচে এসি মিলানের কাছে ৪-২ গোলে হারের পর এবার ঘরের মাঠে হারতে বসেছিল রোনালদোর জুভেন্টাস। দুইবার পিছিয়ে পড়েও রোনালদোর দুই পেনাল্টি গোলে হার এড়িয়েছে মাওরিসিও সারির দল।

সিরি-এ লিগে শনিবার (১১ জুলাই) ঘরের মাঠে আটালান্টার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস। আটালান্টার হয়ে গোল দুটি করেন ডুভান সাপাতা ও রসলান মালিনোভস্কি। আর জুভেন্টায়ের হয়ে পেনাল্টি থেকে গোল দুটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। টানা ৯ জয়ের পর পয়েন্ট হারালো আটালান্টা।

শুধুতে সফরকারীদের চেপে ধরলেও সময় গড়াতে গড়াতে নিজেদের মানিয়ে নিতে শুরু করে আটালান্টা। সময় যত গড়িয়েছে বলের তত নিয়ন্ত্রণ নিয়েছে জারন পিয়েরো গাসপেরিনির দল। তাতে জুভেন্টাসের পাশাপাশি পাল্টা আক্রমণ সাজায় আটালান্টাও। তাতে গোল পেতেও দেরি হয়নি সফরকারীদের। প্রথমার্ধের ১৬তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ডুভান সাপাতা।

প্রথমার্ধে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে জুভরা। ম্যাচের ৫৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। যা কি-না এবারের মৌসুমে তার ২৭তম গোল।

শেষ দিকে ম্যাচের ৯ মিনিট বাকি থাকতে গোল করে দলকে এগিয়ে দেন ইউক্রেনের মিডফিল্ডার মালিনোভস্কি। তবে ৯০তম মিনিটে আবারও পেনাল্টি পায় জুভেন্টাস। এবারও সফল স্পট কিকে নিজের ২৮তম গোল করে দলের হার এড়ান রোনালদো।

৩২ ম্যাচে ২৪ জয় আর চার ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জুভেন্তস। টানা তিন ম্যাচে হারা লাৎসিওর চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেছে দলটি। ৬৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই রয়েছে আটালান্টা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জমে উঠেছে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটের লড়াই

জমে উঠেছে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটের লড়াই

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট ম্যাচ রুদ্ধদ্বার স্টেডিয়ামে

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট ম্যাচ রুদ্ধদ্বার স্টেডিয়ামে

প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড় দিয়ে ৪ ম্যাচে নিষিদ্ধ প্যাট্রিক

প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড় দিয়ে ৪ ম্যাচে নিষিদ্ধ প্যাট্রিক

টানা চার ম্যাচে অপরাজিত ম্যানচেস্টার ইউনাইটেড

টানা চার ম্যাচে অপরাজিত ম্যানচেস্টার ইউনাইটেড