গোলরক্ষক টের স্টেগেনের নৈপূণ্যে বেঁচে গেল বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৫ পিএম, ১২ জুলাই ২০২০
গোলরক্ষক টের স্টেগেনের নৈপূণ্যে বেঁচে গেল বার্সেলোনা

ছবি : বার্সেলোনা

লা লিগায় আবারও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল বার্সেলোনা। প্রতিপক্ষ রিয়াল ভাইয়াদলিদের দুর্দান্ত কয়েকটি আক্রমণে এ শঙ্কা তৈরি হয়। তবে গোলরক্ষক মার্ক আন্দ্রেস টের স্টেগেনের দারুণ নৈপূণ্যে আরতুরো ভিদালের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে মেসিরা।

শনিবার (১১ জুলাই) ভাইয়াদলিদের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত, তবে নেলসেন সেমেদোর কাটব্যাক ভালো পজিশনে পেয়েও সুযোগ নষ্ট করেছেন রিকি পুস। এর ‍কিছুক্ষণ পরেই অবশ্য এগিয়ে যায় তারা। ম্যাচের ১৫তম মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন ভিদাল।

তিনজনের মধ্যে থেকে মেসির বাড়ানো বল ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে দুর্দান্তভাবে গোলটি করেন চিলির এ মিডফিল্ডার। জোড়ালো শট পোস্টে লেগে গোল পোস্টে চলে যায় বল। আসরে এটা তার ৮ম গোল।

প্রথম গোলের চার মিনিট পর সুযোগ নষ্ট করেন গ্রিজমান। বল পেয়েও মাত্র ৮ গজ দূরে ফাঁকায় গোলপোস্ট পেয়েও শট নিতে পারেনি এ ফরাসি ফরোয়ার্ড। এরপর থেকেই বার্সেলোনার শিবিরে আক্রমণ বেড়ে যায় স্বাগতিকদের।

বার্সেলোনার শিবিরের বার বার আক্রমণ করলেও ডি-বক্সের ভেতরে গিয়ে আর বার বার তাল হারিয়ে ফেলেছে পয়েন্ট টেবিলের ১৪তম স্থানে থাকা ভাইয়াদলিদ। ম্যাচের ৩৭তম মিনিটে বার্সেলোনার শিবিরে ভীতি ছড়ান কিকে পেরেস। তবে ডি-বক্সে ঢুকে শট নেওয়ার আগে তাল হারিয়ে ফেলেন স্প্যানিশ এ মিডফিল্ডার।
sportsmail24
১-০ গোলের ব্যবধানে প্রথমার্ধ থেকে ফিরে কিছুটা খেই হারিয়ে ফেলে বার্সেলোনা। সেই সুযোগে চাপ বাড়ায় ভাইয়াদলিদ। গোলের বেশ কয়েকটি সুযোগও তৈরি হয়, তবে গোলরক্ষক মার্ক আন্দ্রেস টের স্টেগেনের দারুণ কিছু সেভে গোল থেকে বেঁচে যায় বার্সেলোনা।

ম্যাচের ৬০তম মিনিটে ভালো সুযোগ তৈরি করে স্বাগতিকরা। এনেস উনালের সেই হেড দারুণ নৈপুণ্যে ঝাঁপিয়ে প্রতিহত করেন টের স্টেগেন। শেষ দিকে বার্সেলোনার রক্ষণে প্রচণ্ড চাপ বাড়ায় ভাইয়াদলিদ। তবে বার বার শট ঠেকিয়ে বার্সেলোনার জয় নিশ্চিত করেন টের স্টেগেন।

পূরো ম্যাচে বার্সেলোনার গোল পোস্টে ১১বার শট করে ভাইয়াদলিদ। বিপরীতে বার্সেলোনার শট ছিল ৯টি। এছাড়া পুরো ম্যাচে ফাউলে ছড়াছড়ি ছিল। ভাইয়াদলিদের খেলোয়াড়দের ফাইলে ১৫ বার বাঁশি বাজান রেফারি। বিপরীতে বার্সেলোনার কারণে ১৩ বার থামাতে হয় খেলা। যার মধ্যে দুই দলের খেলোয়াড়রাই দুটি করে হলুদ কার্ড দেখে।

নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় আরতুরো ভিদালের একমাত্র গোলেই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এ জয়ে ৩৬ ম্যাচে ২৪ জয় ও সাত ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৭৯। যেখানে এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮০।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগ জিততে বার্সেলোনা-রিয়ালের সামনে কঠিন পথ

চ্যাম্পিয়নস লিগ জিততে বার্সেলোনা-রিয়ালের সামনে কঠিন পথ

কষ্টার্জিত জয়ে আশা বাঁচিয়ে রাখলো বার্সেলোনা

কষ্টার্জিত জয়ে আশা বাঁচিয়ে রাখলো বার্সেলোনা

মেসির বার্সেলোনা ছাড়া গুঞ্জনে পানি ঢাললেন বার্তোমেউ

মেসির বার্সেলোনা ছাড়া গুঞ্জনে পানি ঢাললেন বার্তোমেউ

মেসি-রোনালদো একসঙ্গে, ঝাঁকুনি খাবে ফুটবল বিশ্ব

মেসি-রোনালদো একসঙ্গে, ঝাঁকুনি খাবে ফুটবল বিশ্ব