হাঁটুর ইনজুরির কারণে এবারের মৌসুমে আর খেলতে পারছেন না লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের অধিনায়ক জর্ডান হেন্ডারসন। বিষয়টি নিশ্চিত করেছেন রেডস বস ইয়ুর্গেন ক্লপ। কিন্তু প্রিমিয়ার লিগের শিরোপা ঠিকই হেন্ডারসনের হাতে উঠবে বলে জানিয়েছেন ক্লপ।
বুধবার (৮ জুলাই) ব্রাইটনের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে শেষ বাঁশি বাজার ১০ মিনিট আগে মাঠ ত্যাগে বাধ্য হন এই ইংলিশ মিডফিল্ডার। ব্রাইটনের আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়েভেস বিসুমার সাথে ধাক্কা লেগে হাঁটুতে আঘাত পান হেন্ডারসন। পরবর্তীতে স্ক্যান রিপোর্টের সূত্রমতে জানা গেছে, মৌসুমের বাকি চারটি ম্যাচে আর খেলা হচ্ছে না তার।
কিন্তু ক্লপ আশাবাদী আগামী মৌসুমে এর কোন প্রভাব পড়বে না। মাসের শেষে চেলসির বিপক্ষে শেষ হোম ম্যাচে ৩০ বছরের অধরা শিরোপাটা ঠিকই হেন্ডারসনের হাতেই উঠবে বলে জানিয়েছেন রেডস বস।
এ সম্পর্কে ক্লপ বলেন, ‘হেন্ডোর জন্য এটা সত্যিই হতাশাজনক। তবে আশার কথা হচ্ছে কোন ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন নেই। কিন্তু মৌসুমের আর কোন ম্যাচে সে খেলতে পারবে না। আমি আশাবাদী নতুন মৌসুমে প্রথম ম্যাচেই সে আমাদের সাথে থাকবে।’
এদিকে হেন্ডারসন টুইটারে লিখেছেন, ‘আমার পুনর্বাসন খুব দ্রুতই শুরু হবে। পুরোপুরি ফিট হয়ে আগামী মৌসুমে ফিরে আসার জন্য আমি কঠোর পরিশ্রম করবো। এটা শুধুমাত্র কয়েকদিনের ব্যাপার। অবশ্যই এভাবে মৌসুম শেষ করতে চাইনি। কিন্তু একটি দল হিসেবে অসাধারাণ একটি মৌসুম আমরা কাটিয়েছি। আমিও এর সাক্ষ্মী হয়ে থাকলাম। শেষ ম্যাচে সাইডলাইন থেকে আমি ঠিকই ছেলেদের সমর্থন দিব।’
৯২ পয়েন্ট নিয়ে শীর্ষে চ্যাম্পিয়ন লিভারপুল। আর ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। দুই মৌসুম আগে ম্যানচেস্টার সিটির রেকর্ড ১০০ পয়েন্টের থেকে যা মাত্র আট পয়েন্ট কম। বাকি চার ম্যাচের তিনটিতে জয় লাভ করলে রেকর্ড নিজেদের করে নিবে লিভারপুল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]