চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট ম্যাচ অনুষ্ঠিত হবে লিসবনের রুদ্ধদ্বার স্টেডিয়ামে। উয়েফা নিশ্চিত করেছে যে, করোনা মহামরির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইউরোপীয় ম্যাচগুলো দর্শকহীন মাঠে অনুষ্ঠিত হবে।
ইউরোপা লিগের শেষ ষোলর ম্যাচ, দ্বিতীয় লেগের ম্যাচ এবং আগস্টে স্পেনে অনুষ্ঠিতব্য প্রমিলা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট ম্যাচের ক্ষেত্রেও এ সিদ্ধান্ত বলবত থাকবে।
ইউরোপীয় ফুটবল পরিচালনা পরিষদের (উয়েফা) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উয়েফা যখন কোন সিদ্ধান্ত গ্রহণ করে তখন অনেক বিষয়ে বিবেচনা করেই নিতে হয়। ম্যাচের সঙ্গে জড়িতদের সবার স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি বিপুল সংখ্যক জনগণের দিকটিও রয়েছে।’
আরও বলা হয়, ‘প্রতিযোগিতার ম্যাচ মাঠে গড়ানোর আগে নিরাপদ পরিবেশ এবং ক্রীড়ার আবহের দিকটিও দেখতে হচ্ছে। যদিও অনেক দেশ তাদের স্টেডিয়ামে দর্শক সমাগমের অনুমোদন দিচ্ছে।’
উয়েফা জানায়, চূড়ান্ত আট ম্যাচের আয়োজকসহ ইউরোপীয় টুর্নামেন্টের আয়োজক দেশ জার্মানি, পর্তুগাল ও স্পেনের কর্তৃপক্ষ এবং জাতীয় অ্যাসোসিয়েশনকে একটি চুক্তির আওতায় আনা হবে। পরিস্থিতি পরিবর্তিত না হওয়া পর্যন্ত ইউরোপীয় সব টুর্নামেন্টের খেলা সিঙ্গেল লিগ ভিত্তিক আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]