লেচ্চের ফুটবলার গুইলও ডোনাটিকে কামড় দেওয়ার অপরাধে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ল্যাৎসিও’র ডিফেন্ডার প্যাট্রিক। মঙ্গলবার অনুষ্ঠিত সিরি-এ লিগে ২-১ গোলে লেচ্চের কাছে পরাজিত হওয়া ম্যাচে এমন কান্ড ঘটান প্যাট্রিক।
স্প্যানিশ এই তারকা ইনজুরি টাইমে ডোনাটির উরুতে কামড়ে দেন। তার এই ঘটনাটি মনে করিয়ে দেয় উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজের কথা। বর্তমানে বার্সেলোনার এই ফুটবল তারকা নিজের ক্যারিয়ারের সুচনা লগ্নে অন্তত তিনজন খেলোয়াড়কে কামড় দিয়েছিলেন তিনি।
মঙ্গলবার (৭ জুলাই) প্যাট্রিকের এই কীর্তি ধরা পড়েছে ভিএআর প্রযুক্তির কল্যাণে। এই ঘটনায় যখন রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিচ্ছিলেন তখন কোন প্রতিবাদ করেননি তিনি। ২৭ বছর বয়সি এই ফুটবলারকে বুধবার (৮ জুলাই) ১০ হাজার ইউরো আর্থিক জরিমানাও করা হয়েছে।
ডোনাটি অবশ্য বলেছেন, প্যাট্রিকের ওই কামড়ে তিনি খুব একটা আহত হননি। প্যাট্রিকও তাৎক্ষনিকভাবে ক্ষমা চেয়েছেন। সে (প্যাট্রিক) আমাকে কোন আহত করতে পারেনি। বরং এর পরপরই আমার কাছে ক্ষমা চেয়েছে। আমিও আবেগের বিষয়টি বুঝি। যে কারণে অনুভব করতে পারছি কেন প্যাট্রিক কামড়ে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এমন প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ লড়াইয়ে তেমনটি সে করতেই পারে। ঘটনার পরপরই আমার কাছে সরাসরি ক্ষমা চায় প্যাট্রি। নিজের কৃতকর্মের জন্য সে হয়তো লাল কার্ড দেখেছে। তবে আমার কোন ক্ষতি করতে পারেনি সে।’
ওই হারে জুভেন্টাসের সাথে শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ল্যাৎসিও। তাদের চেয়ে ১০ পয়েন্টের ব্যবধান রচনা করার সুযোগ পেয়েছিল টেবিল টপার জুভরা। কিন্তু এদিন ২ গোলের লিড পাওয়ার পরও এসি মিলানের কাছে ৪-২ গোলে হেরে গেছে তারা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]