করোনা পরবর্তী সময়ে শুরুটা হয়েছিল ড্র দিয়ে, তবে তারপর থেকে নিজেদের অপ্রতিরোধ্য করে তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অবনমন অঞ্চলের দল অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলো ম্যানইউ। সর্বশেষ চার ম্যাচের চারটিতেই জিতেছে উলে গুনার শিষ্যরা।
বৃহস্পতিবার (৯ জুলাই) জয়ের ধারায় থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে ঘরের মাঠে আতিথিয়েতা দেয় অবনমন অঞ্চলের দল অ্যাস্টন ভিলা। যেখানে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে সব প্রতিযোগিতা মিলে টানা ১৭ ম্যাচ অপরাজিত রইল রেকর্ড ২০ বারের লিগ চ্যাম্পিয়নরা। দলের হয়ে গোল তিনটি করেন ব্রুনো ফের্নান্দেস, ম্যাসন গ্রিনউড ও পল পগবা।
ম্যাচের ২৭তম মিনিটে ডি-বক্সের মাঝে মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস ফাউলের স্বীকার হলে সেখান থেকে পেনাল্টি পায় ম্যানইউ। পেনাল্টি গোল আদায় করে নেন ফের্নান্দেস। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল ব্যবধান দ্বিগুণ করেন গ্রিনউড। মার্সিয়ালের বাড়ানো বলে ঠিকানা খুঁজে নেন তরুণ এই ফরোয়ার্ড।
২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানইউ। বিরতি থেকে ফিরে ৫৮তম মিনিটে দুর্দান্ত এক গোলে স্কোরলাইন ৩-০ করেন পল পগবা। তাতে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে উলে গুনার শিষ্যরা।
এ জয়ে ৩৪ ম্যাচে ১৬ জয় ও ১০ ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে ম্যানইউ। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে চারে লিস্টারসিটি। এদিকে ৯২ পয়েন্ট নিয়ে শীর্ষে চ্যাম্পিয়ন লিভারপুল। আর ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]