ট্রফি জয়ের লড়াইটা বেশ ভালোই জমিয়ে রাখলো বার্সেলোনা। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে এসপানিওলকে হারিয়ে লা লিগায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে লিওনেল মেসিরা। যদিও রিয়ালের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে বার্সেলোনা।
বুুধবার (৮ জুলাই) রাতে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা এসপানিওলের বিপক্ষে হেসে-খেলেই জেতার কথা ছিল বার্সেলোনার। তবে মেসি-সুয়ারেজদের গোল উৎসব করতে দেয়নি এসপানিওল রক্ষণভাগ। ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ব্যবধানে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের দেখা পাওয়ার আগেই গটে অঘটন। মাথা গরমের ম্যাচে দু’দলই দশজনের দলে পরিণত হয়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি রিভিউ দেখে তিন মিনিটের ব্যবধানে দু’দলের দু’জনকে লাল কার্ড দেখান রেফারি।
ম্যাচের ৫০তম মিনিটে ফার্নান্ডো ক্যালেরোকে ফাউল করায় বার্সেলোনার তরুণ তুর্কি আনসু ফাতিকে লাল কার্ড দেখান রেফারি। তিন মিনিট পর ম্যাচের ৫৩ মিনিটে ভয়ানক ট্যাকল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এসপানিওলের পল লোজানো।
দুই দল দশজনে পরিণত হওয়ার পর গোলের দেখা যায় বার্সেলোনা। প্রতিপক্ষের জালে বল জড়িয়ে স্বাগতিকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দেন লুইস সুয়ারেজ।
উরুগুয়ের তারকা স্ট্রাইকারের একমাত্র গোলে তিন পয়েন্ট অর্জন করে লিগে ট্রফি ধরে রাখার আশাও ফিরে পায় বার্সেলোনা। এখন শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার পয়েন্ট ব্যবধান কমে এসেছে মাত্র একে। ৩৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৭ এবং এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনার সংগ্রহ দাঁড়ারো ৭৬ পয়েন্ট।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]