সালাহ’র দ্রুততম সেঞ্চুরিতে লিভারপুলের সহজ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪০ পিএম, ০৯ জুলাই ২০২০
সালাহ’র দ্রুততম সেঞ্চুরিতে লিভারপুলের সহজ জয়

প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে নিজের ১৯তম গোলের সাথে লিভারপুলের হয়ে দ্রুত সময়ে গোলের সেঞ্চুুরি পূরণের রেকর্ড গড়লেন মোহাম্মদ সালাহ। সালাহর জোড়া গোলের সাথে জর্ডান হ্যান্ডারসনের গোলে ব্রাইটনের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে চ্যাম্পিয়ন লিভারপুল।

বুধবার (৮ জুলাই) রাতে দ্য আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় অল রেডরা। ম্যাচের শুরুতেই ৬ মিনিটের মাথায় নাবি কেইটার অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ।

প্রথম গোলের মাত্র ২ মিনিট পরেই গোলের ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। এবার সালাহর অ্যাসিস্ট থেকে গোল করেন জর্ডান হ্যান্ডারসন।

শুরুে দিকেই ২-০ গোলে পিছিয়ে গিয়ে প্রথমার্ধের শেষের ঠিক আগ মুহূর্তে এক গোল পরিশোধ করে ব্রাইটন। স্বাগতিকদের হয়ে গোলের ব্যবধান কমান লিওনার্দো ট্রোসার্ড।

বিরতিতে থেকে ফিরে ৭৬ মিনিটে আবারও গোল করে মোহাম্মদ সালাহ। রবার্টসনের ক্রস ক্লিয়ার করতে গিয়ে সালাহর কাছে বল পাঠিয়ে দেন। ডি বক্সের ভেতর বল পেয়ে লিভারপুলের ৩ নম্বর গোলটি করেন সালাহ। এর ফলে প্রিমিয়ার লিগে ১০৪ ম্যাচ খেলে ১০০ গোলে অবদান রাখার রেকর্ড গড়েন সালাহ।

শেষ পর্যন্ত ব্রাইটনের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে খেলা শেষ করে লিভারপুল। এ জয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুরের ৩৪ ম্যাচে ৯২ পয়েন্ট সংগ্রহ হলো। সমান সংখ্যক ম্যাচ খেলে টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৯।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘মাথা কাজ করলেও শরীর অনুমতি দিচ্ছে না’

‘মাথা কাজ করলেও শরীর অনুমতি দিচ্ছে না’

বায়ার্ন মিউনিখ ছেড়ে লিভারপুলে যাচ্ছেন থিয়াগো

বায়ার্ন মিউনিখ ছেড়ে লিভারপুলে যাচ্ছেন থিয়াগো

লিভারপুল চ্যাম্পিয়ন, ১৭ বছর পর ভক্তের চুল কর্তন

লিভারপুল চ্যাম্পিয়ন, ১৭ বছর পর ভক্তের চুল কর্তন

জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদ লিভারপুলের

জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদ লিভারপুলের