নরউইচের সাথে এফএ কাপের খেলা শেষে মাঠ ছাড়ার সময় একজন সমর্থকের সাথে বিবাদে জড়িয়ে পড়েন টটেনহ্যামের ফুটবল তারকা এরিক ডায়ার। সমর্থকের সাথে বিবাদে জড়ানোর অভিযোগে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন এরিক। সেই সাথে জরিমানা করা হয়েছে ৪০ হাজার পাউন্ড।
৪ মার্চ ঘটেছে ওই ঘটনা। দুর্ব্যবহারের কারণে ইংল্যান্ডের এই আন্তর্জাতিক তারকাকে নিষিদ্ধ করেছে ফুটবল এসোসিয়েশন (এফএ)। টাইব্রেকারে নিজ দল পরাজিত হওয়ার পরপরই ডায়ার দেখতে পান তার ভাইকে একজন সমর্থক লাঞ্চিত করছে। তাকে সাহায্য করতে তিনি স্ট্যান্ডে লাফিয়ে পড়েন। তবে এ সময় কোন শারিরীক সংঘর্ষ ঘটেনি। তাই পুলিশের তদন্তও থেমে যায়।
এদিকে এক বিজ্ঞপ্তিতে এফএ জানায়, ‘এরিক ডায়ারকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। যা অচিরেই কার্যকর হবে। এফএ আইনের ই-৩ ধারা ভঙ করায় তাকে ৪০ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে।’
এদিকে চূড়ান্ত হয়েছে এফ এ কাপের সেমিফাইনালের চার দল। সেমিফাইনালের চার দল হলো, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। দুই সেমিফাইনালই অনুষ্ঠিত হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে, ১৮ ও ১৯ জুলাই। ০১ আগস্ট (শনিবার) ফাইনালও হবে একই ভেন্যুতে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]