সিরি-এ লিগে এসি মিলানের বিপক্ষে দাপট দেখিয়েই শুরু করেছিল পয়েন্টি টেবিলের শীর্ষে থাকা জুভেন্টাস।ম্যাচটি নিজেদের করে নিতে গোলও করেছিল ক্রিস্টিয়ানো রোনালদোরা। তবে শেষ দিকে সব এলোমেলো করে দিয়েছে জ্লাতান ইব্রাহিমোভিচরা। ম্যাচের ৬২ থেকে ৮০তম মিনিটে মাত্র ১৮ মিনিটে ৪ গোল করে জয় ছিনিয়ে নিয়েছে মিলান। যার মধ্যে প্রথম তিনটি গোল এসেছে মাত্র ৫ মিনিটে।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে মুখোমুখি হওয়া এই দুই দলের প্রথমার্ধ কেটে গোলশূন্য সমতায়। তবে সানসিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে বিরতি থেকে ফিরে ৪৭তম মিনিটে আদ্রিয়ান রাবিওত এবং ৫৩ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জুভেন্টাস।
১০ মিনিটের ব্যবধানে ২ গোল হজম করেও হাল ছেড়ে দেয়নি মিলান। বরং গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। মিলানের সামনে গোল পরিশোধের প্রথম সুযোাগ আসে ৬২তম মিনিটে। জুভেন্টাসের ইতালিয়ান ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চির হাতে বল লাগায় পেনাল্টি পেয়ে যায় এসি মিলান। স্পটকিকে গোল তুলে নেন সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ।
গালের ব্যবধান কমিয়ে বদলে যায় মিলান। চার মিনিট পর আবারও জুভেন্টাসের জালে বল জাড়ান আইভোরি কোস্টের মিডফিল্ডার ফ্রাঙ্ক ক্যাসি। চার মিনিটের ব্যবধানে সমতায় ফিলে আরও দুর্দান্ত হয়ে যায় মিলান। পরের মিনিটেই (৬৭ তম মিনিট) জয় সূচক গোল করেন পর্তুগীজ ফরোয়ার্ড রাফায়েল লিয়াও।
৬২ থেকে ৬৭, মাত্র ৫ মিনিটে ৩-২ ব্যবধোন এগিয়ে গিলেও থেমে যায়নি এসি মিলান। রক্ষণভাগ ঠিক রেখে আক্রমণ চালিয়ে গেছে সমান তালে। অন্যদিকে প্রথমে দুই গোলে এগিয়ে যাওয়া জুভেন্টাস পিছিয়ে পড়েও আর গোলের দেখা পায়নি। বরং ম্যাচের ৮০তম মিনিটের আরও একটি গোল খেয়ে বসেন রোনালদোরা।
ম্যাচের ৮০তম মিনিটে মিলানের হয়ে শেষ গোলটি করেন ক্রোয়েট ফরোয়ার্ড আন্তে রেবিক। দুই গোলে পিছিয়ে পড়েও ১৮ মিনিটে ৪ গোলে জুভেন্টাসকে বিধ্বস্ত করে ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়া এসি মিলান।
এ জয়ে সিরি-এ লিগে ৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ওঠে গেছে এসি মিলান। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জুভেন্টাস।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]