‘বার্সেলোনা সাথে চুক্তির মেয়াদ আর না বাড়িয়ে প্রাণের এ ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন আর্জেন্টিনার ফুটবল তারকা নিওনেল মেসি’- বেশ কিছুদিন ধরে এ গুঞ্জন জোড়ালো হয়ে উঠেছে। তবে সকল গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। তিনি জানিয়েছেন, বার্সেলোনাতেই ফুটবল ক্যারিয়ার শেষ করতে চান মেসি।
বার্সেলোনার সাথে মেসির চলমান চুক্তি শেষ হবে ২০২১ সালে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে গুঞ্জন ছড়িয়ে পড়ে চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন মেসি। কারণ হিসেবে বলা হয়, ক্লাব ম্যানেজমেন্টের ওপর সন্তুষ্ট নন তিনি।
তবে বার্সা সভাপতি এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, ‘আমরা অনেকের সঙ্গেই সমঝোতা করছি। তবে মেসি আমাদের কাছে পরিষ্কার করেছে, সে এখানেই থাকতে চায়। সে (মেসি) থাকবে, তাই আমরা আরও বেশি সময় তার খেলা উপভোগ করতে পারবো।’
লা লিগায় সর্বশেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ গোলের জয়ের পরই এসব কথা বললেন বার্সেলোনা সভাপতি। একই সঙ্গে রিয়াল মাদ্রিদের বিষয়ে নেতিবাচক মন্তব্যও করেন তিনি।
বিলবাওর বিপক্ষে রিয়ালের পেনাল্টি পাওয়া নিয়ে তিনি বলেন, ‘বিলবাওর বিপক্ষে ম্যাচটা দেখেছি। আমি অবশ্য এসব পুনরাবৃত্তি করতে চাই না যে, ভিডিও রেফারি যেভাবে ব্যবহারের কথা ছিল সেভাবে হচ্ছে না।’
রিয়ালের প্রতি রেফারিদের পক্ষপাতীত্বের অভিযোগ তুলেন তিনি। বলেন, ‘করোনা সঙ্কটের শুরু থেকেই দেখছি, এখানে সব কিছু সমতায় বিরাজ করছে না। ফলাফলেও এর প্রভাবটা দেখতে পাই। দেখে মনে হয় একই দলকে বুঝি তারা সুবিধা দিচ্ছে।’
লা লিগায় নিজের ৩৪ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]