জয়ের ধারায় ফিরলো চ্যাম্পিয়ন লিভারপুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩১ এএম, ০৭ জুলাই ২০২০
জয়ের ধারায় ফিরলো চ্যাম্পিয়ন লিভারপুল

ছবি : লিভারপুল

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শুরু থেকেই অপ্রতিরোধ্য ইংলিশ জায়ান্ট লিভারপুল। তার ফলস্বরুপ ৩০ বছর পর লিগ শিরোপা জিতেছে সালাহ-মানেরা। লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পরের ম্যাচেই দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির কাছে বিধ্বস্ত জয় বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যানসিটির কাছে ৪-০ গোলে হারার পরের ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে জয়ে ফিরেছে লিভারপুল। অ্যাস্টনভিলাকে ২-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। দলের হয়ে গোল দুটি করেন সাদিও মানে ও কার্টিস জোন্স।

রোববার (৫ জুলাই) অ্যানফিল্ডে পয়েন্ট টেবিলের তলানির দল অ্যাস্টন ভিলাকে আতিথেয়তা দেয় চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে খেলা হলেও শুরুতে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি ক্লপ শিষ্যরা। তাতে ফল পেতেও অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ে লিভারপুলের। তাতে গোল পেতেও খুব একটা দেরি হয়নি। ম্যাচের ৭১তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন সাদিও মানে। ডি-বক্সের ঠিক সামনে বল পেয়ে বল জালে পাঠান মানে। চলতি লিগে এটি তার ১৬তম গোল।

শেষদিকে অর্থাৎ ৮৯তম মিনিটে দারুণ এক ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার কার্টিস জোন্স। যা কি-না প্রিমিয়ার লিগে তার প্রথম গোল। আর তাতে ২-০ গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা।

এ জয়ে ৩৩ ম্যাচে ২৯ জয়, ২ হার ও ২ ড্রয়ে ৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চ্যাম্পিয়ন লিভারপুল। ৩৩ ম্যাচে ২১ জয়, ৯ হার ও তিন ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। সমান ৩৩ ম্যাচ খেলে ১৭ জয়, ৭ ড্র ও ৯ হারে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিস্টারসিটি। আর ৩৩ ম্যাচে ৭ জয় ও ৬ ড্রয় ও ২০ হারে ২৭ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে  অ্যাস্টন ভিলা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আর্মেনিয়ার পাঁচ ফুটবল ক্লাব নিষিদ্ধ

আর্মেনিয়ার পাঁচ ফুটবল ক্লাব নিষিদ্ধ

জুভেন্টাসে বিধ্বস্ত তোরিনো, বুফন-রোনালদোর রেকর্ড

জুভেন্টাসে বিধ্বস্ত তোরিনো, বুফন-রোনালদোর রেকর্ড

শিরোপা জিতলেও বোনাস পাবে না রিয়ালের ফুটবলাররা

শিরোপা জিতলেও বোনাস পাবে না রিয়ালের ফুটবলাররা

ব্রাজিলিয়ান গোলরক্ষক ইভানকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা

ব্রাজিলিয়ান গোলরক্ষক ইভানকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা