আর্থিক হিসেবের অস্বচ্ছতার অভিযোগে ফেব্রুয়ারিতে ম্যানচেস্টার সিটির উপর এই নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এর বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালত ‘কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসে( সিএএস) দায়েরকৃত সিটির আপিলের শুনানী হবে চলতি মাসের শেষভাগে। রায়ে নিজেদের পক্ষে ফল আসবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন ক্লাবটির প্রধান কোচ পেপ গার্দিওলা।
গার্দিওলা বলেন, ‘আমরা প্রস্তুত। আসন্ন চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাওয়ার বিষয়ে আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। কারণ এই বছর আমরা মাঠেই কাটিয়েছি। ১৩ জুলাই (সোমবার) আমরা রায় পাব। আশা করি সেটি ক্লাবের পক্ষেই আসবে। এখানকার সবকর্মী, খেলোয়াড় ও কর্মকর্তারা ক্লাবটির বেড়ে ওঠায় কাজ করে যাচ্ছেন। আগামী বছর এটিকে আরও এগিয়ে নিতে চায় তারা।’
মাঠের বাইরের এই ঘটনাটি ছাড়া আগামী আগস্টে মাঠে গড়ানো এবারের চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের বিষয়ে ফেভারিটের তালিকায় রয়েছে ম্যানচেস্টার সিটি। লিগের শেষ ষোলো’র ম্যাচের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জয় নিয়ে এগিয়ে রয়েছে সিটি। টুর্নামেন্টের বাকী সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যু হিসেবে লিসবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
লিভারপুলের কাছে এই মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপা খুইয়েছে ম্যানচেস্টার সিটি। লিগের ম্যাচে নতুন এই চ্যাম্পিয়নদের একহাত নিয়েছে সিটিজেনরা। নিজেদের মাঠে অনুষ্ঠিত লিগ ম্যাচে নতুন মুকুটধারীদের যেমন গার্ড অব অনার দিয়েছে গার্দিওয়ালার শিষ্যরা। তেমনি ময়দানি লড়াইয়ে তাদেরকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে গত আসরের চ্যাম্পিয়নরা জানান দিয়েছে, তারা এখনও ফুরিয়ে যায়নি। ইউরোপে এখনও ভয়ঙ্কর ক্লাব হিসেবে জানান দিয়েছে সিটিজেনরা।
গার্দিওলা বলেন, ‘প্রতিটি খেলাই আলাদা। আবার লিভারপুলকে যে পন্থায় আমরা হারিয়েছি তাকেও খুব ভালো বলবো না। এই মুহূর্তে ফুটবল হচ্ছে অনুভব করার বিষয়।’
স্প্যানিশ কোচ বলেন, ‘মাঝে মধ্যে আপনার মানসিকতা উঁচু থাকবে। আবার কোন কোন সময় নেমে যাবে। তবে আমরা বলতে পারি যে আমরা সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সেরা দলটিকে হারাতে পারি। সুতরাং আমরা সেটি করতে পারি।’
‘প্রতিটি খেলাই আলাদা। (এফএ কাপের সেমিফাইনালের প্রতিপক্ষ) আর্সেনালের খেলা এক রকম। মাদ্রিদের খেলা আরেক রকম। প্রতিটি ম্যাচেই দক্ষতা দিয়ে আপনাকে মানিয়ে নিতে হবে। আমি চাই আসন্ন ম্যাচগুলোতে সেরা অবস্থান নিয়ে লড়াই করতে। মাঠের লড়াইয়ে মনোসংযোগ রাখতে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]