লা লিগায় শিরোপার দিকে ছুটে চলা রিয়াল মাদ্রিদ আরও একধাপ এগিয়ে গেল। পেনাল্টি থেকে সার্জিও রামোসের একমাত্র গোলে অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সাথে ব্যবধান আর বাড়ালো জিনেদিন জিদানের দল।
রোববার (৫ জুলাই) বিলবাওয়ের মাঠে পেনাল্টি থেকে সার্জিও রামোসের একমাত্র গোলে ১-০ গোলে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এর ফলে ৩৪ ম্যাচ খেলে শীর্ষে থাকা রিয়ালেন পয়েন্ট ৭৭। যেখানে টেবিলের দুয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৩ ম্যাচে ৭০।
ম্যাচ দারুণ কিছু সুযোগ তৈরি করেও গোল দিতে পারেনি রিয়াল। ফলে গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরেও গোলে দেখা পাচ্ছিল না কোন দল। তবে প্রতিপক্ষের রক্ষণকে চাপে রাখে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শেষ দিকে ৭৩ মিনিটে ডি বক্সের মাঝে মার্সেলোকে ফাউল করে বসে স্বাগতিকরা। ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। স্পটকিকে একটুও ভুল করেননি রামোস। পেনাল্টি থেকে পাওয়া একমাত্র গোলের জয় নিয়েই মাঠ ছাড়া রিয়াল।
এদিকে শেষ ১২ ম্যাচে ৭ম গোলটি আদায় করে নিয়েছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। শেষ সাত ম্যাচে যা পাঁচ নম্বর। একই সঙ্গে জাতীয় দল ও রিয়াল মিলিয়ে টানা ২৩টি সফল পেনাল্টির খাতায় নাম লেখান এ স্প্যানিশ তারকা।
লা লিগার শিরোপা এবার রিয়ালের হাতে উঠতে যাচ্ছে তা প্রায় নিশ্চিত। যেখানে অপ্রতিরোধ্য রিয়াল বার্সেলোনার চেয়েও পয়েন্ট টেবিলে বেশ এগিয়ে গিয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]