ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে একেবারে নিষ্প্রভ লিস্টার সিটির স্ট্রাইকার জেমি ভার্ডি। এবারের মৌসুমে কেবল মাত্র একটি গোল করেছেন তিনি। তবে লিস্টার সিটি ম্যানেজার ব্রেন্ডন রজার্স জানিয়েছেন, জেমি ভার্ডির গোলখরা নিয়ে তিনি মোটেও চিন্তিত নন।
৩৩ বছর বয়সী জেমি ভার্ডি লিস্টারের হয়ে সর্বশেষ গোল করেছিলেন লকডাউনের আগে মার্চে । নিজ মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-০ গোলে লিস্টারের জয় পাওয়া ম্যাচটিতে গোল করেছিলেন তিনি। যা কি-না এ বছরে ভার্ডির একমাত্র গোল। এই গোলের মাধ্যমে তিনি তার প্রিমিয়ার লিগের গোলসংখ্যা ৯৯’তে উন্নিত করেছিলেন। কিন্তু তারপর থেকে আর গোল পাননি এই স্ট্রাইকার।
করোনার কারণে খেলা বন্ধ থাকার পর পুনরায় লিগ শুরু হওয়ার পর লিস্টার তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট সংগ্রহ করেছে। ভার্ডির পারফরম্যান্স নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন কি-না এমন প্রশ্নের জবাবে রজার্স বলেছেন, ‘না, কারণ আমি মনে করি জেমি ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছে। আমি যখন থেকে এই ক্লাবে এসেছি সে-ই আমাকে সবসময় স্বস্তি এনে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘যতদিন পর্যন্ত আমি এখানে আছি সব সময়ই তার প্রতিভা ও গোল করার দক্ষতার প্রমাণ পেয়েছি। আমি বিশ্বাস করি যখনই সে সুযোগ পায় তার শতভাগ কাজে লাগানোর চেষ্টা করে। সত্যিকার অর্থেই সে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’
লিস্টার এখনও প্রিমিয়ার লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। চেলসির থেকে এক পয়েন্ট, ম্যানচেস্টার ইউনাইটেড ও উলফসের থেকে তাদের পয়েন্টের ব্যবধান তিন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]