জার্মান কাপে প্রথম খেলোয়াড় হিসেবে অনন্য কীর্তি গড়লেন পোল্যান্ডের ফুটবলার রবার্ট লেভানডোভস্কি। তার জোড়া গোলে বায়ার লেভারকুজেনকে হারিয়ে জার্মান কাপে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। ৪-২ গোলের ম্যাচে বায়ার্নের হয়ে বাকি দুটি গোল করেছেন ডেভিড আলাবা ও সের্গি জিনাব্রি।
সম্প্রতি টানা অষ্টমবারের মতো বুন্দেসলিগার শিরোপা ঘরে তুলেছে বায়ার্ন মিউনিখ। এবার জার্মানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ এ প্রতিযোগিতায় টানা দ্বিতীয় ও রেকর্ড ২০তম বার চ্যাম্পিয়ন হলো দলটি।
বার্লিনে শনিবার খেলতে নেমে ম্যাচের ১৬তম মিনিটে এগিয়ে যায় বার্য়ান। ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন অস্ট্রিয়ার ডিফেন্ডার আলাবা। প্রথম গোলের পর দ্বিতীয় গোল করতেও বেশি সময় নেয় দলটি।
ম্যাচের ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বায়ার্ন মিউনিখের তরুণ ফরোয়ার্ড সের্গি জিনাব্রি। ৮ মিনিটের ব্যবধানে ২ গোল করার পর ২-০ ব্যবধানে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৯তম মিনিটে রেকর্ড গড়া গোলের দেখা পান রবার্ট লেভানডোভস্কি। এ গোলের ফলে প্রথম খেলোয়াড় হিসেবে চারটি জার্মান কাপ ফাইনালে গোল করার কীর্তি গড়েন তিনি।
দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে দারুণ এক হেডে গোলের ব্যবধান কমান জার্মান ডিফেন্ডার বেনডার। তবে ৮৯তম মিনিটে ইভান পেরিসিচের পাস পেয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি।
৪-১ ব্যবধানেই ম্যাচ শেষে দিকে গড়াচ্ছিল। তবে যোগ করা পাঁচ মিনিটের শেষ মিনিটে স্পট কিকে স্কোরলাইন ৪-২ করেন জার্মান মিডফিল্ডার কাই হাভার্টস।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]