শিরোপা জিতলেও বোনাস পাবে না রিয়ালের ফুটবলাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৩ পিএম, ০৫ জুলাই ২০২০
শিরোপা জিতলেও বোনাস পাবে না রিয়ালের ফুটবলাররা

করোনাভাইরাসের কারণে খেলাধুলা বন্ধ থাকায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হয়েছে ফুটবল ক্লাবগুলোকে। যার প্রভাব পড়েছে খেলোয়াড়দের বেতন ও বোনাসের ক্ষেত্রে। যা ঘটতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের ক্ষেত্রে। লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতলেও কোন ধরনের বোনাস পাবেন না রিয়ালের খেলোয়াড় ও কোচিং স্টাফরা।

করোনার কারণে ইতোমধ্যেই রিয়ালের খেলোয়াড়রা তাদের বেতনের ১০ শতাংশ কেটে নেওয়ার ব্যাপারে ক্লাবের সাথে সমঝোতায় পৌঁছেছে। একইসাথে ঘরোয়া কিংবা ইউরোপীয়ান সাফল্য সত্বেও কোন ধরনের বোনাস তারা গ্রহণ করবেন না বলে জানিয়েছে তারা।

এর আগে ইআরটিই’র মাধ্যমে লা লিগার বেশ কয়েকটি ক্লাব সাময়িক ভাবে তাদের খেলোয়াড়দের বেতন কেটে রেখেছিল। কিন্তু লস ব্লাঙ্কোসরা ক্লাব পরিচালকদের সাথে আলোচনা করেই খেলোয়াড়দের ও কোচিং স্টাফদের বেতন কাটার ব্যাপারে একমত হয়েছিল।

মৌসুম যদি বাতিল হয়ে যেতো তবে ১০ শতাংশের জায়গায় ২০ শতাংশ বেতন কাটা হতো। কিন্তু এখন তো আর সেটা হচ্ছে না। তবে ২০১৯-২০ মৌসুমে কোন ধরনের বোনাস থাকছে না এটা নিশ্চিত হয়ে গেছে। ২০১৬-১৭ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের ডাবল শিরোপা জয় করায় একেকজন খেলোয়াড় গড়ে প্রায় এক মিলিয়ন ইউরো করে বোনাস পেয়েছিল।

অধিনায়ক সার্জিও রামোসের নেতৃত্বে সব খেলোয়াড়রাই করোনা সঙ্কটে ক্লাবের আর্থিক ক্ষতির বিষয়টি অনুভব করে পরিচালকদের প্রস্তাবকে মেনে নিয়েছে। যদিও এ কারণে মাঠের পারফরম্যান্সে কোন ধরনের প্রভাব পড়েনি। ইতোমধ্যেই বার্সেলোনাকে চার পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে লা লিগায় শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বায়ার্নের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চান সানে

বায়ার্নের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চান সানে

বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করতে চান না মেসি!

বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করতে চান না মেসি!

কষ্টার্জিত জয়ে শিরোপার দ্বারপ্রান্তে রিয়াল

কষ্টার্জিত জয়ে শিরোপার দ্বারপ্রান্তে রিয়াল

এশিয়ান কাপ ফুটবল আয়োজনে আগ্রহী পাঁচ দেশ

এশিয়ান কাপ ফুটবল আয়োজনে আগ্রহী পাঁচ দেশ