ব্রাজিলিয়ান গোলরক্ষক ইভানকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৩ এএম, ০৫ জুলাই ২০২০
ব্রাজিলিয়ান গোলরক্ষক ইভানকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা

ব্রাজিল অনুর্ধ্ব-২৩ দলের গোলরক্ষক ইভান কুয়ারেসমার সাথে চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। দক্ষিণ আমেরিকান দেশটির বিভিন্ন গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

কাতালান জায়ান্টরা মনে করেন, মার্ক-আন্দ্রে টার স্টেগানের যোগ্য ব্যাক-আপ হয়ে উঠতে পারেন ইভান। একই সাথে তারা ধারণা করছেন দলের বর্তমান দুই নম্বর গোলরক্ষক নেটো আগামী ট্রান্সফার উইন্ডোতে ক্লাব ছেড়ে চলে যাবেন।

একটি সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই বার্সেলোনা ইভানের সাথে চুক্তি সম্পন্ন করেছে। ব্রাজিলিয়ান সিরি-এ ক্লাব পোন্টে প্রেটার সাথে ইভানের বর্তমান চুক্তি রয়েছে আগামী ২০২৩ সাল পর্যন্ত। এদিকে আরেকটি সূত্র জানিয়ে,ছে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানও এই ২৩ বছর বয়সী গোলরক্ষককে দলে পেতে আগ্রহ দেখিয়েছে।

২০১৬ সালে ক্লাবের ইয়ুথ একাডেমী থেকে মূল দলে আসার পর পোন্টে প্রেটার হয়ে ১১২টি ম্যাচ খেলেছেন ইভান।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করতে চান না মেসি!

বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করতে চান না মেসি!

কষ্টার্জিত জয়ে শিরোপার দ্বারপ্রান্তে রিয়াল

কষ্টার্জিত জয়ে শিরোপার দ্বারপ্রান্তে রিয়াল

এশিয়ান কাপ ফুটবল আয়োজনে আগ্রহী পাঁচ দেশ

এশিয়ান কাপ ফুটবল আয়োজনে আগ্রহী পাঁচ দেশ

পিছিয়ে গেল আফ্রিকান নেশনস কাপ

পিছিয়ে গেল আফ্রিকান নেশনস কাপ