লিভারপুলের সঙ্গে থিয়াগো আলকান্তারার চুক্তির বিষয়টি অনেকটাই চূড়ান্ত। এ গ্রীষ্মে বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার থিয়াগো আলচানতারা লিভারপুলে যোগ দিচ্ছেন। স্প্যানিশ সংবাদপত্র স্পোর্টস-এর রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের জুনে গুজব উঠেছিল লেরয় সানেকে দলে ভেড়ানোর জন্য তহবিল গড়তে স্প্যানিশ তারকাকে বিক্রি করে দেওয়া হবে এবং তাকে পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে লিভারপুল। ওই সময় এটিকে স্রেফে গুজব বলে মনে করা হচ্ছিল। তবে স্পোর্টস এ বিষয়ে সর্বশেষ তথ্য প্রকাশ করেছে।
সংবাদ মাধ্যমটির দাবি, বেশ দ্রুতই আপোষরফার আলোচনা চলছে। এ গ্রীষ্মে রেড শিবিরে যোগ দিতে সম্মত হয়েছেন থিয়াগো। এদিকে এ তারকাকে ছাড়তে বায়ার্নের দাবি ৩৫ মিলিয়ন পাউন্ড। তবে বাজেট শেষ হয়ে যাওয়ায় লিভারপুল চায় কিস্তিতে টাকা পরিশোধ করতে।
বায়ার্নের সঙ্গে থিয়াগোর চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর। ফলে তিনি নিজেও নতুন চ্যালেঞ্জ নিতে চান বলে জানা গেছে। আর সেটি তিনি লিভারপুলেই নিচ্ছেন বলে দাবি গণমাধ্যমের। তবে এটিকে এখনো অনেকে গুজব বলেই মনে করছেন।
এদিকে ২৯ বছর বয়সী এ ফুটবল তারকার চুক্তির বিষয়টি লিভারপুলের স্বাভাবিক তৎপরতার সঙ্গে যাচ্ছে না। কারণ, ক্লাবটি সাম্প্রতিক সময়ে ২৬ বছর বয়সের অধিক কোন খেলোয়াড়ের জন্য মোটা অংকের অর্থ ব্যয় করেনি। তারা সম্ভাবনাময় খেলোয়াড়কেই দলভুক্ত করার চেষ্টা করে থাকে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]