বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করতে চান না মেসি!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২১ এএম, ০৪ জুলাই ২০২০
বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করতে চান না মেসি!

দীর্ঘদিন ধরে খেলা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে দিতে প্রস্তুত আর্জেন্টাইন সুপারস্টার ফুটবল জাদুকর লিওনেল মেসি। আগামী বছর অর্থাৎ ২০২১ সালে চুক্তির মেয়াদ শেষ হলেই বার্সেলোনা ছেড়ে দেবেন তিনি। এমন খবর প্রকাশ করেছে স্প্যানিশ রেডিও কাদেনা সের।

সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্তের পেছনে মেসির হাত ছিল বলে বেশ কয়েকটি গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ করা হয়েছিল। গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের কারণেই বার্সেলোনা ছেড়ে দিচ্ছেন মেসি। এমন খবরই প্রকাশ করেছে স্প্যানিশ রেডিও কাদেনা সের।

কাদেনা সেরের প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করে বার্সেলোনা কর্তৃপক্ষ। সম্প্রতি গণমাধ্যমে এ নিয়ে প্রকাশিত খবরে মেসির সংশ্লিষ্টতার কথা উঠে আসে। এরপরই বার্সেলোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বার্সার সঙ্গে মেসির সর্বশেষ চুক্তি হয় ২০১৭ সালে। সম্প্রতি সেই চুক্তি নবায়ন করতে মেসি ও তার বাবার সঙ্গে আলোচনায় বসলে বেঁকে বসেন মেসি। আগামী ২০২১ সালে চুক্তির মেয়াদ শেষ হলে বার্সেলোনা ছেড়ে দেওয়ার আভাস দেন তিনি।

এদিকে, গুঞ্জন শোনা যাচ্ছে বার্সেলোনা ছেড়ে পেপ গার্দিওয়ালার ম্যানসিটিতে যোগ দিতে পারেন মেসি। তবে পেপ গার্দিওয়ালার মেয়াদও ম্যানসিটির সাথে শেষ দিকে। তবে গুঞ্জন আছে ম্যানসিটি ছাড়তে চান না গার্দিওয়ালা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

স্থগিতের তালিকায় এবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ

স্থগিতের তালিকায় এবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ

ফিফা আরেক সাবেক কর্মকর্তা ১০ বছরের জন্য নিষিদ্ধ

ফিফা আরেক সাবেক কর্মকর্তা ১০ বছরের জন্য নিষিদ্ধ

মেসির ৭শ’ গোলের ম্যাচে আবারও পয়েন্ট হারালো বার্সেলোনা

মেসির ৭শ’ গোলের ম্যাচে আবারও পয়েন্ট হারালো বার্সেলোনা

জুভেন্টাসে যাচ্ছেন আর্থার, বার্সেলোনায় পিয়ানিচ

জুভেন্টাসে যাচ্ছেন আর্থার, বার্সেলোনায় পিয়ানিচ