গেটাফের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে শিরোপা জয়ে আরও এক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। এ জয়ে দুইয়ে থাকা বার্সেলোনার সাথে ৪ পয়েন্টের ব্যবধান বাড়ালো জিনেদিন জিদানের শিষ্যরা।
আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে গেটাফের শক্ত রক্ষণ ভাঙতে পুরো ম্যাচেই ঘাম ঝরাতে হয়েছে রিয়ালকে। দানি কারভাহালকে ম্যাথিয়াস অলিভিয়েরা বক্সের ভেতর ফাউল করেন ম্যাথিয়াস অলিভিয়েরা। আর তাতে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রামোস।
প্রথমার্ধে দুই গোলরক্ষকই দারুণ কয়েকেটি সেভ করেছেন। যেখানে কোর্তোয়ার দারুণ এক সেভে তখন গোল হজম করা থেকে বেঁচে যায় রিয়াল। ৩৩তম মিনিটে হেড করতে গিয়ে মাথায় চোট মাঠ ছাড়েন রাফায়েল ভারানে।
বিরতির পর ফেদেরিকো ভালভার্দে, মার্কো আসেনিসিও, রদ্রিগোকে নামিয়ে জিদান তুলে নেন মদ্রিচ, ভিনিসিয়াস আর ইস্কোকে। তাতে আক্রমণে ধার বাড়ার সঙ্গে সঙ্গে গতিও বাড়ে রিয়ালের। গেটাফেও এরপর আর চোখ তুলে তাকাতে পারেনি রিয়ালের দিকে।
এই মৌসুমে রামোস টানা ২১ তম পেনাল্টিও নিয়েছেন সফলভাবে। লা লিগা গত মাসে আবার ফেরার পর ৬ ম্যাচে এই নিয়ে ৪ গোল করলেন রামোস। তাতে শিরোপা জয়ের পথে অনেকটা এগিয়ে দিয়েছে রিয়ালকে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]