এশিয়ান কাপ ফুটবল আয়োজনে আগ্রহী পাঁচ দেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৫ এএম, ০৩ জুলাই ২০২০
এশিয়ান কাপ ফুটবল আয়োজনে আগ্রহী পাঁচ দেশ

২০২৭ সালের এশিয়ান কাপ ফুটবল আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে পাঁচ দেশ। এশিয়ার সর্বোচ্চ এ ফুটবল টুর্নামেন্টের আয়োজক হতে বিডে অংশ নিতে চায় ভারত, ইরান, কাতার, সৌদি আরব ও উজবেকিস্তান। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এএফসি জানায়, ‘বিডিং প্রক্রিয়া সুষ্টভাবে সম্পন্ন করা লক্ষ্যে এএফসি এখন প্রতিটি আগ্রহী সদস্য অ্যাসোসিয়েশনের সাথে কাজ করবে। ২০২১ সালে এএফসি এশিয়ান কাপের ১৯তম আসরের (২০২৭ সাল) আয়োজকের নাম ঘোষণা করা হবে।’

এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা বিডে আগ্রহ দেখানো পাঁচ দেশকেই এশিয়ান কাপ আয়োজনের সমর্থন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, ‘এশিয়ান ফুটবল পরিবারের পক্ষ থেকে আমি আয়োজনের জন্য এগিয়ে আসা প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। একই সাথে আমাদের খেলোয়াড়, দল, অফিসিয়াল ও সমর্থকদের জন্য বিশ্বমানের একটি আসর আয়োজনের জন্য তাদের সমর্থন কামনা করছি। বিডিং প্রক্রিয়ায় তাদের সকলের প্রতি আমার শুভকামনা থাকলো।’

আগ্রহী পাঁচ দেশের মধ্যে দুটি দেশ এর আগে দুু’বার করে এ টুর্নামেন্ট আয়োজন করেছে। ১৯৫৬ সালে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল এশিয়ান কাপ। বর্তমান চ্যাম্পিয়ন কাতার ১৯৮৮ ও ২০১১ সালে এবং ইরান ১৯৬৮ ও ১৯৭৬ সালে দুবার এ টুর্নামেন্ট আয়োজন করেছিল। এশিয়ান ফুটবলের ইতিহাসে একমাত্র দেশ হিসেবে ইরান তাদের ঘরের মাটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে দুবার শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়।

বিডে জিততে পারলে তিনবারের চ্যাম্পিয়ন সৌদি আরব, ভারত ও উজবেকিস্তান প্রথমবারের মতো আয়োজনের অভিজ্ঞতা লাভ করবে। ইতোমধ্যেই ২০২২ এএফসি নারী এশিয়ান কাপ ও এ বছর এএফসি অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশীপ আয়োজনের স্বত্ব লাভ করেছে যথাক্রমে ভারত ও উজবেকিস্তান।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফা আরেক সাবেক কর্মকর্তা ১০ বছরের জন্য নিষিদ্ধ

ফিফা আরেক সাবেক কর্মকর্তা ১০ বছরের জন্য নিষিদ্ধ

১২ শহরেই অনুষ্ঠিত হবে পিছিয়ে যাওয়া ইউরো ২০২০

১২ শহরেই অনুষ্ঠিত হবে পিছিয়ে যাওয়া ইউরো ২০২০

মাঠে ফেরার অপেক্ষায় এশিয়ান ফুটবল

মাঠে ফেরার অপেক্ষায় এশিয়ান ফুটবল

ফুটবলেও চুমু দেওয়া নিষেধ

ফুটবলেও চুমু দেওয়া নিষেধ