করোনা পরবর্তী চীনে শুরু হচ্ছে ফুটবল মৌসুম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৯ এএম, ০২ জুলাই ২০২০
করোনা পরবর্তী চীনে শুরু হচ্ছে ফুটবল মৌসুম

প্রাণঘাতি করোনাভাইরাস মহামারির কারণে নির্ধারিত সময়ের পাঁচ মাস পর শুরু হচ্ছে চীনা সুপার লিগ (সিএসএল) ফুচবল। ২৫ জুলাই থেকে এ লিগ শুরু হতে যাচ্ছে বলে বুধবার (১ জুলাই) দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে।

বিশ্বব্যাপী মহামরি আকারে ছড়িয়ে পড়ার আগে কোভিড-১৯ ভাইরাসের কারণে স্থবির হওয়া চীনা ক্রীড়াঙ্গন স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে এটি একটি বড় অনুপ্রেরণা। ১৬ ক্লাবের এ লিগটি শুরুর কথা ছিল ফেব্রুয়ারিতে।

হোমও ও অ্যাওয়ে ফরম্যাটের পরিবর্তে এবার ভিন্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এ ফুটবল টুর্নামেন্ট। ক্লাবগুলো দুই গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এক গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে উত্তরাঞ্চলীয় শহর ডালিয়ানে। বাকি গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে সাংহাই’র নিকটবর্তী সুঝুতে।

চীনা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ‘খেলা চলাকালে জাতীয় মহামারি প্রতিরোধ কর্মকাণ্ডের নির্দেশনা কঠোরভাবে মানা হবে।’

তবে দর্শকদের মাঠে আমন্ত্রণ জানানো হবে কি-না সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি চীনা ফুটবল ফেডারেশন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পিছিয়ে গেল আফ্রিকান নেশনস কাপ

পিছিয়ে গেল আফ্রিকান নেশনস কাপ

ফিফা আরেক সাবেক কর্মকর্তা ১০ বছরের জন্য নিষিদ্ধ

ফিফা আরেক সাবেক কর্মকর্তা ১০ বছরের জন্য নিষিদ্ধ

জুভেন্টাসে যাচ্ছেন আর্থার, বার্সেলোনায় পিয়ানিচ

জুভেন্টাসে যাচ্ছেন আর্থার, বার্সেলোনায় পিয়ানিচ

মেসির ৭শ’ গোলের ম্যাচে আবারও পয়েন্ট হারালো বার্সেলোনা

মেসির ৭শ’ গোলের ম্যাচে আবারও পয়েন্ট হারালো বার্সেলোনা