ফিফা আরেক সাবেক কর্মকর্তা ১০ বছরের জন্য নিষিদ্ধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৭ এএম, ০২ জুলাই ২০২০
ফিফা আরেক সাবেক কর্মকর্তা ১০ বছরের জন্য নিষিদ্ধ

সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার ও মহাসচিব জেরোম ভালকের পর এবার নিষিদ্ধ হলেন ফিফার সাবেক অর্থ পরিচালক ও ভারপ্রাপ্ত মহাসচিব মার্কাস ক্যাটনার। ক্ষমতার অপব্যবহারের কারণে তাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

মঙ্গলবার (৩০ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ফিফা।

ক্যাটনারের বিরুদ্ধে স্বার্থের সংঘাত এবং ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। যার ফলে কোন প্রকার ছাড়া না দিয়ে সবধরনের ফুটবল সংক্রান্ত কর্মকাণ্ড থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে ফিফা। এর আগে একই অপরাধে ২০১৬ সালে সেপ ব্ল্যাটার ৬ বছর ও জেরোম ভালকে ১২ বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।

এদিকে শুধু নিষেধাজ্ঞাতেই ক্যাটনারের শাস্তি শেষ হয়নি। নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে ১০ লাখ সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯ কোটি টাকার সমান।

৪৯ বছর বয়সী ক্যাটনার ২০০৩ সালে প্রথমবারের মতো ফিফায় যোগদান করেন। অর্থ পরিচালক থাকা অবস্থায় বিপুল পরিমাণ অর্থের হেরফের দেখা দেওয়ায় ২০১৬ সালেই তাকে চাকরিচ্যুত করা হয়। তখন থেকে তদন্ত শুরু এবং চার বছর পর এ শাস্তি পেলেন ক্যাটনার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফার কাছ থেকে সাড়ে ৮ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

ফিফার কাছ থেকে সাড়ে ৮ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

ট্রান্সফার উইন্ডো খোলার অনুমতি দিল ফিফা

ট্রান্সফার উইন্ডো খোলার অনুমতি দিল ফিফা

বিশ্বকাপের স্বত্ব পেতে ‘ঘুষ’

বিশ্বকাপের স্বত্ব পেতে ‘ঘুষ’