মেসির ৭শ’ গোলের ম্যাচে আবারও পয়েন্ট হারালো বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৭ পিএম, ০১ জুলাই ২০২০
মেসির ৭শ’ গোলের ম্যাচে আবারও পয়েন্ট হারালো বার্সেলোনা

ছবি : বার্সেলোনা

লা লিগার ম্যাচে আবারও হোঁচট খেল বার্সেলোনা। টেবিলে নিজেদের টিকে থাকার ম্যাচে আবারও মূল্যবান দুই পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-২ গোলের সমতা করে মাঠ ছেড়েছে কাতালানরা। তবে এ ম্যাচে নিজের ৭০০ গোল পূর্ণ করেছেন মেসি।

বার বার পয়েন্ট হারানোর ফলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে এখন সবদিক থেকেই পিছিয়ে গেল বার্সেলোনা।এক ম্যাচ হাতে রেখে বার্সেলোনার চেয়ে রিয়াল এক পয়েন্টে এগিয়ে রয়েছে। আগামী ম্যাচে জিদানের দল জয় পেলেই পয়েন্ট ব্যবধান হয়ে যাবে চার।

থলেটিকো মাদ্রিদ-বার্সেলোনার ম্যাচের চার গোলের তিনটি এসেছে পেনাল্টি থেকে, বাকিটা আত্মঘাতী। ম্যাচের ১১ মিনিটেই নিজেদের জালে বল জড়িয়ে বার্সালোনাকে এগিয়ে দেন ডিয়াগো কস্তা। এরপর ১৯ মিনিটে সাউল গোল করে দলকে সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল করে এগিয়ে যায় কিকে সেতিয়েনের দল। এবার পেনাল্টি থেকে গোল করেন মেসি। স্পর্শ করেন ক্যারিয়ারের ৭০০ গোলের মাইলফলক। যেখানে বার্সেলোনার হয়ে ৬৩০ গোল এবং বাকি ৭০ গোল এসেছে দেশের জার্সিতে আর্জেন্টিনা দলের হয়ে।
sportsmail24
বর্তমান ফুটবলারদের মধ্যে গোলের হিসেবে কেবল ক্রিস্টিয়ানো রোনালদো আছেন তার ওপরে। সিআরসেভেন ক্যারিয়ারে ৭২৫ গোল করেছেন। ম্যাচ খেলেছেন হাজারটার বেশি।

মেসির গোলে বার্সেলোনা লিড পেলেও সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। ম্যাচের ৬২ মিনিটে সমতায় ফেরে অ্যাথলেটিকো মাদ্রিদ। এবারও সেই পেনাল্টি থেকে। এ গোলেই সমতা নিয়ে মাঠ ছাড়ে ডিয়াগো সিমিওনের শিষ্যরা।

পুরো ম্যাচে ৮ বার হলুদ কার্ড বের করেছেন রেফারি। তার মধ্যে অ্যাথলেটিকো মাদ্রিদ পেয়েছে পাঁচটি, বাকি তিনটি বার্সেলোনা।

৩৩ ম্যাচ খেলা বার্সেলোনার পয়েন্ট এখন ৭০ এবং সমান সংখ্যক ম্যাচ খেলে তৃতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৫৯। এছাড়া শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩২ ম্যাচে ৭১।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জুভেন্টাসে যাচ্ছেন আর্থার, বার্সেলোনায় পিয়ানিচ

জুভেন্টাসে যাচ্ছেন আর্থার, বার্সেলোনায় পিয়ানিচ

আবারও হোঁচট খেল বার্সেলোনা, পথ পরিষ্কার রিয়ালের

আবারও হোঁচট খেল বার্সেলোনা, পথ পরিষ্কার রিয়ালের

জন্মদিনেও বঞ্চিত মেসি, বার্সেলোনার ত্রাণকর্তা ইভান

জন্মদিনেও বঞ্চিত মেসি, বার্সেলোনার ত্রাণকর্তা ইভান

বার্সেলোনা-মেসির চুক্তির মূল শর্তে সমঝোতা

বার্সেলোনা-মেসির চুক্তির মূল শর্তে সমঝোতা