অবসর ভেঙে ফুটবলে ফিরছেন আরিয়েন রোবেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৪ এএম, ২৯ জুন ২০২০
অবসর ভেঙে ফুটবলে ফিরছেন আরিয়েন রোবেন

অবসর ভেঙে আবারও ফুটবলের মাঠে ফিরছেন নেদারল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক তারকা আরিয়েন রোবেন। ইতোমধ্যে ছোটবেলার ক্লাব এফসি গ্রোনিনগেনে যোগ দেওয়ার ঘোষনাও দিয়েছেন এই ডাচ তারকা।

২০০০ সালে ডাচ শীর্ষ পেশাদার লিগের ক্লাব গ্রোনিনগেনের মাধ্যমে সিনিয়র পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন রোবেন। পিএসভি আইন্দোভেনে যাওয়ার আগে এই ক্লাবে তিনি দুই বছর কাটিয়েছেন। বায়ার্ন মিউনিখের হয়ে প্রায় এক দশক দারুণ সাফল্যের সাথে কাটানোর পর গত বছর রোবেন অবসরের ঘোষণা দেন। এরপর থেকেই গ্রোনিনগেনের সমর্থকরা তাদের প্রিয় তারকাকে ফিরিয়ে আনার জন্য ক্যাম্পেইন শুরু করে।

ক্লাবের ওয়েবসাইটে রোবেন বলেছেন, ‘এই কঠিন পরিস্থিতিতে ক্লাবটিকে সহযোগিতা করার জন্য আমি এসেছি। অনেক চিন্তা করেই আমি এখানে যোগ দিয়েছি। ক্লাবের অনেকের সাথেই আমার এ ব্যাপারে আলোচনা হয়েছে। এখন এই ক্লাবই আমার মূল লক্ষ্য। আবারও গ্রোনিনগেনের জার্সি গায়ে খেলতে পারাটা আমার স্বপ্ন ছিল।’

ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ ও চেলসিতে খেলারও অভিজ্ঞতা আছে এই তারকা উইঙ্গারের। ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডের হয়ে খেলেছেন। এছাড়া সব মিলিয়ে ১১০টি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলেছেন তিনি।

ক্যারিয়ারে রোবেন আটটি বুন্দেসলিগা শিরোপা ছাড়াও পাঁচটি জার্মান কাপ, দুটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ, একটি লা লিগা, দুটি ডাচ কাপ ও একটি ইরেডিভাইস শিরোপা জিতেছেন। তবে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ শিরোপা তার ক্লাব ফুটবলের সেরা সাফল্য।

এপ্রিলে করোনাভাইরাসের কারণে ২০১৯-২০ মৌসুম স্থগিত হওয়ার আগে পয়েন্ট টেবিলের নবম স্থানে ছিল গ্রোনিনগেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফার কাছ থেকে সাড়ে ৮ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

ফিফার কাছ থেকে সাড়ে ৮ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

গোল উৎসবে জুভেন্টাস, শীর্ষস্থান পাকাপোক্ত

গোল উৎসবে জুভেন্টাস, শীর্ষস্থান পাকাপোক্ত

নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

৯ মাস পর হারের স্বাদ পেল ল্যাৎসিও

৯ মাস পর হারের স্বাদ পেল ল্যাৎসিও