চেলসির কাছে সিটির পরাজয়ে ৩০ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলে লিভারপুল। তবে করোনা সঙ্কট কাটিয়ে পুনরায় মৌসুম শুরু হওয়ার পর লিভারপুলকে ধরা প্রায় অসম্ভব ছিল, ম্যানচেস্টার সিটির সকলেই এ তথ্য জানতো।
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা জানতাম লকডাউনের পর লিভারপুলকে ধরা অসম্ভব ছিল।
ডি ব্রুইনা বলেন, ‘জিততে না পারাটা সবসময়ই হতাশার। কিন্তু আমি মনে করি সত্যিকার অর্থেই এ বছর লিভারপুল সবার থেকে সেরা ছিল। আমরাও কঠোর পরিশ্রম করেছি, ভালো খেলেছি। তবে সেটা শিরোপা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। আর এটা স্বীকার করতে কোন সমস্যা নেই। সবকিছু যদি পরিকল্পনা মতো হতো তবে আমাদের হাতে আরও ১৩ থেকে ১৪টি ম্যাচ থাকতো। আর সেই ম্যাচগুলোর ইতিবাচক ফলাফল নিয়ে আমরা এগিয়ে যেতে পারতাম।’
প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া হওয়ার পর ম্যানচেস্টার সিটি এখন এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার জন্য লড়াই করবে।
ডি ব্রুইনা বলেন, ‘অন্যান্য দলের সাথে তুলনা করলে বলা যায়, আমরা ভালোই খেলেছি। আমরা এখনো দ্বিতীয়। এর অর্থ হচ্ছে লিভারপুলের পর আমরা দ্বিতীয় সেরা দল। আমি বিশ্বাস করি এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগে আমাদের বড় সুযোগ আছে। এই দুটি শিরোপা যদি আমরা জিততে পারি, তবে এটা আমাদের জন্য একটি অবিশ্বাস্য মৌসুম হবে।’
প্রিমিয়ার লিগে সিটি বর্তমানে ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। ২ জুলাই (বৃহস্পতিবার) পরবর্তী ম্যাচে চ্যাম্পিয়ন লিভারপুলের মোকাবেলা করবে তারা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]