ব্রাজিল ও জাপান আয়োজকের তালিকা থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় ২০২৩ নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যে স্বাগতিক হতে যাচ্ছে তা প্রায় নির্ধারণ করাই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। এবার সেটিও হলে গেল, ২০২৩ নারী ফুটবল বিশ্বকাপ আসরের যৌথ আয়োজক হিসেবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের নাম ঘোষণা করেছে ফিফা।
ব্রাজিল ও জাপান আয়োজকের তালিকা থেকে তাদের নাম প্রত্যাহার করে নেওয়ার পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সামনে একমাত্র প্রতিপক্ষ ছিল কলম্বিয়া। সেখানে ভোটের ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
২০২৩ সালে জুলাই-আগস্টে নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার ৮টি এবং নিউজিল্যান্ডের ৫টি ভেন্যুতে এ বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ২০২৩ আসর থেকে প্রথমবারের মতো নারী বিশ্বকাপ ফুটবলে ৩২ দেশ অংশ নেবে। যেখানে বর্তমানে ২৪ দেশ অংশ নেয়।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্বকাপ আয়োজক হওয়া জন্য বিডিং প্রক্রিয়াটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। বিডিং-এর অংশগ্রহণকারী দেশকে ধন্যবাদ জানাতে চাই তাদের অসাধারণ কাজের জন্য। এটা সত্যি খুব সাজানো প্রক্রিয়া ছিল।
নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে উঠেন সমর্থকরা, ছবি- ফিফা
তিনি আরও বলেন, নারী ফুটবল উন্নয়নে আগামী চার বছরে আমরা ৮০৫ মিলিয়ন পাউন্ড ব্যয় করা সিদ্ধান্ত নিয়েছি। গত বছর ফ্রান্সে আয়োজিত বিশ্বকাপের অভিজ্ঞতাটা অসাধারণ ছিল। এটা সব রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্ব মঞ্চে নারী ফুটবলকে বেশ ভালোভাবে উপস্থাপন করেছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]