বিধ্বস্ত ক্রিস্টাল প্যালেস, শিরোপা জয়ের দ্বারপ্রান্তে লিভারপুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৭ পিএম, ২৫ জুন ২০২০
বিধ্বস্ত ক্রিস্টাল প্যালেস, শিরোপা জয়ের দ্বারপ্রান্তে লিভারপুল

প্রথম ম্যাচে এভারটনের বিপক্ষে হোঁচট খাওয়ার পর দ্বিতীয় ম্যাচেই নিজেদের চেনা রুপে ফিরেছে লিভারপুল। ক্রিস্টাল প্যালেসকে ৪-০ উড়িয়ে দিয়ে তিন দশক পর লিগ শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। একটি করে গোল করেছেন ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ড, মোহাম্মদ সালাহ, ফাবিনিয়ো ও সাদিও মানে।

প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর দ্বিতীয় ম্যাটে বুধবার (২৪ জুন) নিজেদের মাঠ অ্যানফিল্ডে খেলতে নেমে শুরু থেকেই ক্রিস্টাল প্যালেসের রক্ষণে চাপ দিতে থাকে সালাহ-মানেরা। অষ্টম মিনিটে জর্জিনিয়ো ভিনালডাম, দশম মিনিটে রবার্তো ফিরমিনোর প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হলে ১৬তম মিনিট ফিরমিনোর কোনাকুনি শট ফিরিয়ে ক্রিস্টালের গোলরক্ষক।

তবে আক্রমণের ধারে গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি সালাহদের। ২৩তম মিনিটে দারুণ বাঁকানো ফ্রি-কিকে বল জালে জড়ান ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ড। আর তাতে ১-০ গোলের লিড নেয় লিভারপুল। ৪০তম মিনিটে মিনিটে মোহাম্মদ সালাহ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি।

তবে একটু পরই ফিরমিনোর লম্বা করে বাড়ানো বলে বাঁ’পায়ের নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। লিগে এটি তার ১৭তম গোল । আর্সেনালের পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের গোলও ১৭টি। ১৯ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে লেস্টার সিটির জেমি ভার্ডি।

৫৫তম মিনিটে ফাবিনিয়ো ও ৬৯তম মিনিটে সাদিও মানে তৃতীয় ও চতুর্থ গোল করলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এ জয়ে ৩১ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো লিভারপুল। ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। এদিকে বৃহস্পতিবার (২৫ জুন) চেলসির বিপক্ষে খেলতে নেমে ম্যানসিটি পয়েন্ট খোয়ালেই শিরোপা জয়ে মাতবে লিভারপুল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জন্মদিনেও বঞ্চিত মেসি, বার্সেলোনার ত্রাণকর্তা ইভান

জন্মদিনেও বঞ্চিত মেসি, বার্সেলোনার ত্রাণকর্তা ইভান

ঘরের মাঠে ম্যানসিটির গোল উৎসব

ঘরের মাঠে ম্যানসিটির গোল উৎসব

রোনালদো-দিবালার গোলে জুভেন্টাসের জয়

রোনালদো-দিবালার গোলে জুভেন্টাসের জয়

বার্সেলোনা-মেসির চুক্তির মূল শর্তে সমঝোতা

বার্সেলোনা-মেসির চুক্তির মূল শর্তে সমঝোতা