বার্সেলোনাকে হটিয়ে আবারও শীর্ষে রিয়াল মাদ্রিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২৫ জুন ২০২০
বার্সেলোনাকে হটিয়ে আবারও শীর্ষে রিয়াল মাদ্রিদ

লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখলের লড়াই বেশ ভালোই জমেছে। এক ম্যাচে বার্সেলোনা শীর্ষে তো পরের ম্যাচে রিয়াল মাদ্রিদ। মাত্র একদিন আগে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে শীর্ষ ওঠা বার্সেলোনাকে হটিয়ে আবারও শীর্ষ স্থান দখল করে নিয়েছে জিদানের শিষ্যরা।

বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ সময় ভোর রাতে ম্যালোরকা ২-০ গোলে হারিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে বার্সেলোনার সমান সংখ্যক ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল। সমান সংখ্যক ম্যাচে বার্সেলোনারর পয়েন্টও ৬৮, তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে নেমে গেছে মেসিরা।

গত রোববার (২১ জুন) সোসিয়েদাদকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে বার্সেলোনাকে সারিয়ে শীর্ষে ওঠে জিনেদিন জিদানের দল রিয়াল মাদ্রিদ। এরপর বুধবার (২৪ জুন) অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিকে টপকে শীর্ষে ওঠে বার্সেলোনা। যা বেশি সময় আর ধরে রাখতে পারলো না।

লা লিগায় নিজেদের ৩১ ম্যাচে  পয়েন্ট টেবিলের নীচের দিকে (১৮তম) থাকা ম্যালোরকা বিপক্ষে খেলতে নেমে ১৯তম মিনিটেই গোলে দেখা পায় রিয়াল মাদ্রিদ। ম্যালোরকার ডিবক্সের মধ্য থেকে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে জালে বল জড়ান ভিনিসিয়াস জুনিয়র।
sportsmail24
১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। বিরতি থেকে ফিরে ১১ মিনিটেই আবারও গোলে দেখা যায় জিদানের দল। ম্যাচের ৫৬তম মিনিটে ফ্রি কিক থেকে সরাসরি বল জালে জড়ান স্পেনের ফুটবলার সার্জিও রামোস।

২-০ গোলের ব্যবধানে পিছিয়ে থেকেও থেমে যায়নি ২৬ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থাকা ম্যালোরকা। তবে গোল পরিশোধে মরিয়া হলেও রিয়াল মাদ্রিদের গোলরক্ষককে ফাঁকি দিতে পারেনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দুর্দান্ত জয়ে মাঠে ফিরলো রিয়াল

দুর্দান্ত জয়ে মাঠে ফিরলো রিয়াল

দামী ক্লাবের শীর্ষে রিয়াল মাদ্রিদ

দামী ক্লাবের শীর্ষে রিয়াল মাদ্রিদ

জন্মদিনেও বঞ্চিত মেসি, বার্সেলোনার ত্রাণকর্তা ইভান

জন্মদিনেও বঞ্চিত মেসি, বার্সেলোনার ত্রাণকর্তা ইভান

করোনামুক্ত ফ্রেংকি ডি জং এবার ইনজুরিতে

করোনামুক্ত ফ্রেংকি ডি জং এবার ইনজুরিতে