জন্মদিনেও বঞ্চিত মেসি, বার্সেলোনার ত্রাণকর্তা ইভান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩২ পিএম, ২৪ জুন ২০২০
জন্মদিনেও বঞ্চিত মেসি, বার্সেলোনার ত্রাণকর্তা ইভান

ছবি : বার্সেলোনা

স্পেনের ফুটবল ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে আগের তিন ম্যাচে গোলের দেখা পায়নি বার্সেলোনা। অন্যদিকে চলতি মৌসুমে দুইবার হারের স্বাদ পেতে হয়েছে তাদের। এবারও শঙ্কা জেগেছিল পয়েন্ট হারানোর। তবে ত্রাণকর্তা হিসেবে দারুণ এক গোলে বার্সেলোনাকে জয় উপহার দিয়েছেন ইভান রাকিটিচ।

এদিকে একটি মাত্র গোলের জন্য ৭০০ গোলের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা ফুটবল জাদুকর নিওনেল মেসি জন্মদিনেও বঞ্চিত হয়েছে। গোলের মাইলফলক তৈরি করতে পারেন। গত ম্যাচের মতো ন্যু ক্যাম্পে নিজের চেনা মাঠেও গোল করতে ব্যর্থ হয়েছেন আর্জেন্টিানার এই ফুটবল তারকা।

বুধবার (২৪ জুন) ভোর রাতে (বাংলাদেশ সময়) লা লিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা ও দশে থাকা অ্যাথলেটিক বিলবাও। স্পেনের এই দলটিকে হারিয়ে রিয়াল মাদ্রিদকে সরিয়ে আবারও শীর্ষে ওঠেছে বার্সেলোনা।

ম্যাচের শুরুতেই স্বাগতিকদের বিপক্ষে গোল করার সুযোগ পায় বার্সেলোনা। তৃতীয় মিনিটে উনাই লোপেসের নিচু ক্রস ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। এর পরের মিনিটে সুযোগ পায় বার্সেলোনা। তবে লুইস সুয়ারেস ঠিক মতো শট নিতে পারেননি।

গোল শূন্য ব্যবধানে বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে আবারও সুযোগ পায় বার্সেলোনা।মেরি কাজ থেকে বল পেয়েও গ্রিজম্যানের শট ঠেকিয়ে দেন সফরকারী গোলরক্ষক।

বার্সেলোনার হয়ে গোলের ভালো সুযোগ হাতছাড়া করেন মেসি-সুয়ারেজ। নিজের জন্মদিনে তাইতো বার বার তাকে হতাশ হতে হয়েছে। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও তারা গোলের সুযোগ মিস করেছে।

ম্যাচের ৭১তম মিনিটেও ডি বক্সে বল পেয়ে বিলবাওয়ের জালে বল পাটাতে পারেনি মেসি। অন্যদিকে জটলা থেকে বল পেয়ে ফাঁকায় থাকা ইভান রাকিটিচ গোলের কাজটি করেন। বিলবাওয়ের জালে জড়াতে ভুল করেননি বার্সেলোনা ক্রোয়েশিয়ান এই ফুটবল তারকা।

এ জয়ে ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে আবারও লা লিগার শীর্ষ স্থান ফিরে পেয়েছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনাকে হটিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে হটিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

সেভিয়ার কাছে হোঁচট খেল বার্সেলোনা

সেভিয়ার কাছে হোঁচট খেল বার্সেলোনা

বার্সেলোনা-মেসির চুক্তির মূল শর্তে সমঝোতা

বার্সেলোনা-মেসির চুক্তির মূল শর্তে সমঝোতা

দর্শক ছাড়া ফাইনাল খেলতে নারাজ বিলবাও-সোসিয়েদাদ

দর্শক ছাড়া ফাইনাল খেলতে নারাজ বিলবাও-সোসিয়েদাদ