টানা দুই পরাজয়ে হতাশ আর্তেতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪০ এএম, ২৩ জুন ২০২০
টানা দুই পরাজয়ে হতাশ আর্তেতা

প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর টানা দুই ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে আর্সেনাল। আর এই হতাশা থেকেই গানার্স কোচ মিকেল আর্তেতা স্বীকার করেছেন, এই ধরনের পারফরম্যান্স কোনভাবেই কাম্য নয়। একই সাথে তিনি বলেছেন, ‘এটা সম্পূর্ণই আমাদের দোষে হয়েছে।’

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে আর্তেতা বলেন, ‘অবশ্যই একটি পরাজয়ের পর পরবর্তী ম্যাচে সবাই জয়ই আশা করে থাকে। কিন্তু আমরা প্রিমিয়ার লিগে প্রতিদ্বন্দ্বীতা করার মত পারফরম্যান্স দেখাতে পারিনি। সে কারণেই আমি মনে করি দুটো ম্যাচেই আমাদের দোষ ছিল।’

ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে হারের মধ্য দিয়ে করোনা পরবর্তী মৌসুম শুরু করার পর দ্বিতীয় ম্যাচে শনিবার (২০ জুন) আর্সেনাল ২-১ ব্যবধানে ব্রাইটনের কাছে পরাজিত হয়।

আর্তেতা মনে করেন, পুরো ম্যাচেই একটি দলকে সবদিক থেকে সতর্ক থাকতে হয়, না হলে প্রতিপক্ষের কাছে শাস্তি পেতেই হবে।

তার মতে, প্রিমিয়ার লিগের কোন ম্যাচই সহজ নয়। এটা সব মিলিয়ে পুরো ১০০ মিনিটের একটি ঘটনা। এক মুহূর্তের জন্য এখানে অসতর্ক হলে চলবে না। প্রতিটি বল, প্রতিটি এ্যাকশন, প্রতিটি মুহূর্তই এখানে গুরুত্বপূর্ণ। প্রিমিয়ার লিগে ধারাবাহিকতা বজায় রাখাটা জরুরী। না হলে পিছিয়ে পড়াই স্বাভাবিক।

চলতি লিগে ৩০ ম্যাচে ২৭ জয় ও দুই ড্রয়ে ৮৩ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে লিভারপুল। ২৯ ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ৫৪ পয়েন্ট নিয়ে তিনে আছে লেস্টার সিটি। ৩০ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। ৪৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ৩০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে আছে আর্সেনাল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রাইটনের কাছেও ধরা খেল আর্সেনাল

ব্রাইটনের কাছেও ধরা খেল আর্সেনাল

প্রীতি ম্যাচেও ছাড় দেয়নি আর্সেনাল

প্রীতি ম্যাচেও ছাড় দেয়নি আর্সেনাল

আর্সেনালে ডেভিড লুইজের ভবিষ্যত নিয়ে শঙ্কা

আর্সেনালে ডেভিড লুইজের ভবিষ্যত নিয়ে শঙ্কা

ইফতারে ওজিলের আর্থিক সহায়তা

ইফতারে ওজিলের আর্থিক সহায়তা